শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পুরভোটের আগেই মনোবল হারিয়ে ফেলেছেন! দলীয় কর্মীদের ধমক অমিত মালব্যর

১০:১১ পিএম, ডিসেম্বর ৬, ২০২১

পুরভোটের আগেই মনোবল হারিয়ে ফেলেছেন! দলীয় কর্মীদের ধমক অমিত মালব্যর
বিধানসভা নির্বাচনের পর পুরভোটে জনসংযোগ বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। কিন্তু এতেও দলের একাধিক কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। আর তাতেই উষ্মা প্রকাশ করেছেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। এদিকে ফের বৈঠকে গরহাজির অর্জুন সিং, রাজু বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে। পুরভোটের আগে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে, কিভাবে নিজেদের কাজের খতিয়ান তুলে ধরতে হবে এই নিয়ে আজ বৈঠক ডেকেছিল বিজেপি। কিন্তু সেই বৈঠকেই অনুপস্থিত ছিলেন অর্জুন সিং, রাজু বন্দ্যোপাধ্যায়। তবে দীনেশ ত্রিবেদী, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিং মাহাতো এবং অগ্নিমিত্রা পল বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতারা এদিনের বৈঠকে ছিলেন। এদিকে পুরভোটের প্রচার সঠিকভাবে হচ্ছে না বলেও যথেষ্ট উষ্মাপ্রকাশ করেন অমিত মালব্য। তাঁর মতে, পুরভোটের আগেই মনোবল হারিয়ে ফেলেছেন দলীয় নেতাকর্মীরা। ভোটপ্রচার ঠিকমতো হচ্ছে না হলে ফের হেরে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেও কোনও কোনও ওয়ার্ডে বিজেপি প্রচারই শুরু করেনি বলেও ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে সূত্রের খবর, ১০ ডিসেম্বরের মধ্যে রাজ্য বিজেপি নেতৃত্বকে বুথ এজেন্টদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন অমিত মালব্য। তবে বুথ এজেন্টদের নাম এত তারাতারি প্রকাশ করলে শাসকদল তাদের উপর অত্যাচার আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন এক নেতা।