শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজ্য সফরে অমিত শাহ! নামখানায় উদ্বাস্তু পরিবারে সারলেন মধ্যাহ্নভোজ, একনজরে দেখে নিন মধ্যাহ্নভোজের মেনু

০৩:৫৪ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০২১

রাজ্য সফরে অমিত শাহ! নামখানায় উদ্বাস্তু পরিবারে সারলেন মধ্যাহ্নভোজ, একনজরে দেখে নিন মধ্যাহ্নভোজের মেনু
বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। আর তাই এক সপ্তাহের মধ্যে আবারও রাজ্য সফরে হাজির হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতেই তিনি কলকাতা পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার রাজ্যের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগনা জেলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের। উল্লেখ্য আজ সকালে তিনি প্রথমে বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিউটাউনের হোটেলে বৈঠক করেন। তারপর সেখান থেকে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে পৌঁছান। সেখানে স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানিয়ে আরতি করেন। এছাড়া সেসময় সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর যান। সেখানে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কপ্টারে করে রওনা দেন নামখানার উদ্দেশ্য। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি। https://www.facebook.com/BJP4Bengal/videos/3698423060243647 আর তারপর সেখানে সভা শেষ করে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। উল্লেখ্য মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অন্যান্য বিজেপি নেতা-মন্ত্রিরা। উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজে কী মেনু ছিল, চলুন একনজরে দেখে নিন.. স্যালাড, রুটি, ভাত, ডাল, বেগুন ভাজা, পোস্তর বড়া, শুক্তো, পনির, দই, রসগোল্লা, সন্দেশ। জানা গেছে নামখানা থেকে রওনা দেবেন কাকদ্বীপের উদ্দেশ্যে। সেখানে শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন প্রথমে। তারপর কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো সম্পন্ন করে বিকেলেই বিএসএফের কপ্টারে কলকাতায় ফিরে আসবেন তিনি।