শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘দেশ বিরোধী কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না’, এআইপিওসি সম্মেলনে কড়া বার্তা মোদীর

০১:২৮ পিএম, নভেম্বর ১৭, ২০২১

‘দেশ বিরোধী কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না’, এআইপিওসি সম্মেলনে কড়া বার্তা মোদীর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সম্মেলনে বক্তব্য রাখেন। তবে, তিনি এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। উল্লেখ্য, এআইপিওসি ভারতের আইনসভা গুলির শীর্ষ সংস্থা। ২০২১ সালে এই সংস্থা ১০০ বছরে পদার্পণ করল। সংস্থার শতবর্ষকে স্মরণীয় করে রাখতে চলতি মাসের ১৭ ও ১৮ তারিখ হিমাচল প্রদেশের সিমলায় অনুষ্ঠিত হবে এআইপিওসির ৮২ তম সম্মেলন। এদিন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন যে, ‘অনেকেরই ধারণা থাকে যে, যাঁরা রাজনীতি করেন তাঁরা হয়ত ব্যক্তি স্বার্থরক্ষার জন্যই রাজনীতি করেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক রাজনৈতিক দলেই এমন কিছু ব্যক্তি আছেন, যাঁরা মানুষের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করবেন বলেই রাজনীতিতে এসেছেন।’

এদিন এআইপিওসি সম্মেলনে সংসদীয় রাজনীতি নিয়েও মোদীর ভাষণে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ‘রাজনীতি সবসময় পরিবর্তনশীল। আগে দেশে যে পদ্ধতিতে রাজনীতি হত বর্তমানে সেই পদ্ধতির পরিবর্তন হয়েছে। সংসদে প্রচুর নতুন সদস্য নির্বাচিত হয়ে এসেছেন। তাঁরা এখনও সংসদের কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেননি। সেই বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়াও প্রয়োজন। মহিলা ও যুব সংসদ সদস্যদের আরও বেশি করে সুযোগ দিতে হবে, কারণ দেশ গঠনে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

প্রধানমন্ত্রীর কথায়, ‘আমার মনে হয় দেশের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গা থেকে যদি তাঁরা যাবতীয় তথ্য পান তাহলে ভাল হবে। দেশের সংসদ ও সব রাজ্যের বিধানসভার যাবতীয় তথ্য নিয়ে এক নয়া পোর্টাল চালু করা যেতে পারে। এই উদ্যোগের নেতৃত্বে থাকবেন লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান।’  উল্লেখ্য, সংসদীয় ব্যবস্থা সম্পর্কে যথাযথভাবে জানতে অভিনব চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাষণে।

এদিন প্রধানমন্ত্রী এও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে, কোনও অবস্থাতেই দেশ বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ‘দেশে থেকে দেশের একতা ও অখণ্ডতার বিরুদ্ধে অনেকে আওয়াজ তোলেন। সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কোনও রকমের দেশবিরোধী কাজকে প্রশ্রয় দেওয়া যাবেনা।’

এছাড়াও এদিনের ভাষণে প্রধানমন্ত্রী প্রিসাইডং অফিসারদের কাজের প্রশংসা করে জানিয়েছেন, ‘এই বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বছর। আগামী ২৫ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। অফিসারদের কাজের ওপর নির্ভর করছে ২০৪৭ সালে আমাদের দেশ কোথায় থাকবে।’