শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সোশ্যাল মিডিয়ায় ‘তিন অক্ষরের ধাঁধা’য় বাবুলকে নিয়ে কুরুচিকর পোস্ট সৌমিত্র খাঁ’র!

১০:৪৪ এএম, সেপ্টেম্বর ২০, ২০২১

সোশ্যাল মিডিয়ায় ‘তিন অক্ষরের ধাঁধা’য় বাবুলকে নিয়ে কুরুচিকর পোস্ট সৌমিত্র খাঁ’র!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সদ্য নতুন ইনিংস শুরু করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই জানিয়েছেন তাঁর বিজেপি ছাড়ার কারণও। ‘আমি প্রথম একাদশে থেকে খেলতে চাই। যদি মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ না পাই, তাহলে মোহনবাগান বি-টিমের হয়ে খেলব না। দরকারে ইস্টবেঙ্গলের হয়ে খেলব।’

তাঁর বক্তব্য খুব স্পষ্ট, ‘কারোর কাছে নিজেকে আমায় প্রমাণ করার দরকার নেই। কিন্তু আমি সুযোগকে কাজে লাগাতে চাই। মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে আমার মধ্যে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সেই জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’

এদিকে, বাবুল সুপ্রিয় তৃণমূলে নাম লেখানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে নানা ধরনের মিম ভাসছে। সেই ধারাতে এবার নাম লেখালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাবুলকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় তিনিও একটি মিম শেয়ার করেছেন। আর এই মিমের মাধ্যমে প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে বেনজিরভাবে আক্রমণ করেছেন। নেটিজেনদের একাংশের দাবি, এই পোস্ট কুরুচিকর।

[caption id="attachment_32460" align="alignnone" width="1000"] সেই পোস্ট[/caption]

জনৈক কৃষ্ণেন্দু করের একটি মিম নিজের ওয়ালে শেয়ার করেছেন সৌমিত্র খাঁ। তাতে তিন অক্ষরের একটি ‘ধাধা’য় শব্দের ছন্দে আক্রমণ করা হয়েছে বাবুল সুপ্রিয়কে। সেই ধাঁধাতেই এমন শব্দ উচ্চারিত হয়েছে, যা যথেষ্ট কুরুচিকর। নেটিজেনরা বলছেন, ‘বাবুল সুপ্রিয় দু’বারের সাংসদ। ৭ বছর ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকেছেন। দলবদল করলেও, তাঁকে কদর্য আক্রমণ করা অনুচিত। আর সৌমিত্র তো নিজেও তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। তার আগে কংগ্রেসে ছিলেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, বাবুল সুপ্রিয় বিজেপি ত্যাগ করে তৃণমূলে গেলেও, তাঁকে আক্রমণের পথে যায়নি বিজেপি। খুব বেশি হলে, ‘বিশ্বাসঘাতক’ বা ‘রাজনীতি বোঝেন না’, ‘তাঁর থাকা না থাকায় কিছু যায় আসে না’- গোছের কথা বলা হয়েছে। আবার গতকালই সাংবাদিক বৈঠকে প্রথমবারের জন্য তৃণমূলের হয়ে মাইক হাতে নিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই তাঁকে আক্রমণ করবেন বিজেপি নেতারা। সেটাই স্বাভাবিক। পাশাপাশি এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি কোনও ধরনের কু-মন্তব্য সহ্য করবেন না। তবে, এবার রাজনৈতিক আক্রমণের সেই সীমাই কি তবে লঙ্ঘন করলেন বিজেপি সাংসদ সৌমিত্র? নেটিজেনদের একাংশের অবশ্য তেমনটাই দাবি। এ ব্যাপারে যদিও এখনও পর্যন্ত সৌমিত্র বা রাজ্য বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।