শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

'সবাইকে খুশি করার জন্য রাজনীতি করিনি', ফেসবুক পোস্টে জল্পনা বাড়ালেন বাবুল সুপ্রিয়!

০৪:০৩ পিএম, জুলাই ৩০, ২০২১

'সবাইকে খুশি করার জন্য রাজনীতি করিনি', ফেসবুক পোস্টে জল্পনা বাড়ালেন বাবুল সুপ্রিয়!

কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারানোর পর থেকেই রাজনীতি থেকে যেন নিজেকে কিছু আড়ালই করে নিতে চাইছেন বাবুল সুপ্রিয়। বিশেষ করে তাঁর সাম্প্রতিক পোস্টগুলি জানান দিচ্ছে, রাজনীতি নয়, বরং নিজের ব্যক্তিসত্ত্বাকেই বেশি প্রকাশ্যে আনছেন তিনি। রাজনীতি নিয়ে তিনি যেন ক্রমশ হতাশই হয়ে পড়েছেন। এমনকি 'রাজনীতি ছেড়ে দেওয়ার' কথাও ভাবাচ্ছে তাঁকে। একথাও বলেছেন, 'আমি আমার থেকে দূরে চলে যাচ্ছি না তো!' প্রায়ই ফেসবুকে এই জাতীয় পোস্ট করতে দেখা যাচ্ছে গায়ক তথা রাজনীতিককে।

গতকাল ফেসবুক পোস্টে বাবুল লিখেছিলেন, 'আপনাদের ভালোবাসাকেই পাথেয় করে রাজনীতির 'কিস্যু' না জানা বাবুল রাজনীতিতে এসেছিল৷ আপনারাই জিতিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আপনাদের টাকায় আপনাদের জন্য কাজ করেছি। খানিকটা পেরেছি, খানিক পারিনি। আপনারা যা লিখছেন তার মর্মার্থ আমার মনে প্রাণে প্রশ্ন জাগাচ্ছে! আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আপনাদেরই মধ্যে দিতে হেঁটে যেতে যেতে কোথাও আপনাদের থেকে, 'আমার আমি' থেকে দূরে চলে যাচ্ছি না তো? তা না হলে বার বার আপনারা ফিরে আসতে বলছেন কেন?' পাশাপাশি তিনি এও লেখেন, 'অনেকে বলছেন রাজনীতি ছেড়ে দিতে! কথাগুলো আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। রাজনীতিতে কিছু পাওয়ার আশায় বা 'পাওয়ার'-এর আশায় তো আসিনি।'

এরপর আজ ফের ফেসবুকে একই কথার প্রতিচ্ছবি ফুটে উঠল বাবুলের পোস্টে। শুক্রবার তিনি লেখেন, 'সবাইকে খুশী করার রাজনীতি তো করিনি। সম্ভব নয়, চেষ্টাও করিনি। তাই কিছু মানুষ নিশ্চয়ই আছেন যাদের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করতে পারিনি, ভালো হতে পারিনি বা বকাবকি করেছি, রাগ চেঁচামিচি করেছি। তবে আমি আর যাই হই না কেন, সুবিধাবাদী, আনুগত্যহীন বা পিছন থেকে ছুঁড়ি মারার পাত্র নই। নিজের মতো করে এটাও বুঝে নিন - আর কিছু বলছি না।'

https://www.facebook.com/195086033867546/posts/4340412952668146/

বাবুলের এই সব পোস্ট ঘিরেই বেশ বাড়ছে জল্পনা। প্রশ্ন উঠছে, কিছুদিন আগেও যিনি রাজনীতিতে এতটা সক্রিয় ছিলেন বা প্রবল তৃণমূল বিরোধিতায় প্রতিদিন যাকে দেখা যেত, তিনি আজ কোথায়? তবে কি সত্যিই রাজনীতি থেকে মুক্তি নেওয়ার কথা ভাবছেন বাবুল? এই বিষয়ে রাজনৈতিক মহলে এখন আলোচনা শোনা যাচ্ছে।