শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

অধরাই থাকল সোনা! অলিম্পিক্সের সেমিতে হেরে ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন বজরং পুনিয়া

০৪:৩৭ পিএম, আগস্ট ৬, ২০২১

অধরাই থাকল সোনা! অলিম্পিক্সের সেমিতে হেরে ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন বজরং পুনিয়া

ফের স্বপ্নভঙ্গ! সোনার আশা পূরণ হল না। অলিম্পিক্সের সেমিফাইনাল থেকে হেরেই ছিটকে যেতে হলো দেশের তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে। শেষ চারে দুরন্ত লড়াই করেও রাশিয়ান হাজি আলিয়েভের বিরুদ্ধে হেরে গেলেন তিনি। তবে ব্রোঞ্জের আশা এখনও জিইয়ে রাখলেন।

[caption id="attachment_25388" align="alignnone" width="1280"]অধরাই থাকল সোনা! অলিম্পিক্সের সেমিতে হেরে ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন বজরং পুনিয়া অধরাই থাকল সোনা! অলিম্পিক্সের সেমিতে হেরে ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন বজরং পুনিয়া[/caption]

শুক্রবার অলিম্পিক্সের ফ্রি স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে অলিম্পিক্স পদক জয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-১২ তে হারেন পুনিয়া। কোয়ার্টার ফাইনালে ইরানের মর্তেজা গিয়াসি চেকার বিরুদ্ধে ২-১ জিতে শেষ চারে জায়গা করে নেন বজরং পুনিয়া। সেমিতে আলিয়েভের বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষরক্ষা হয়নি। তবে দেশকে পদক দেওয়ার আশা এখনও ফুরিয়ে যায়নি হরিয়ানার এই ২৭ বছরের কুস্তিগীরের। আগামীকালই ব্রোঞ্জ জয়ের বাউটে খেলতে নামবেন তিনি৷ জিতলেই পদক হাতের মুঠোয়।

https://twitter.com/WeAreTeamIndia/status/1423581112043925514?s=20

আগামীকাল পুনিয়ার পদক জেতার আশায় চেয়ে থাকবে গোটা দেশ। শনিবার দুপুরে রেপেশাজের মাধ্যমে খেলতে হবে তাঁকে। এই ম্যাচে জিতলেই ব্রোঞ্জ জিতে নেবেন কমনওয়েলথ এবং এশিয়াড সোনাজয়ী বজরং। অন্যদিকে, শনিবার ফাইনালে হাজির মুখোমুখি হবেন জাপানের তাকুতো ওতোগুরো।