শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জোড়া পথ দুর্ঘটনার কবলে বাংলাদেশ! নিহত ১৫, আহত ৫০

০৩:১৯ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০২১

জোড়া পথ দুর্ঘটনার কবলে বাংলাদেশ! নিহত ১৫, আহত ৫০

বংনিউজ২৪x৭ ডেস্কঃ এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। আজ শুক্রবার সকালে বাংলাদেশের দুটি জায়গায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি ঘটনা ঘটে শাজাহানপুরে। এই ঘটনায় নিহত ৪ জন অটোযাত্রী। অন্যদিকে আরেকটি পথ দুর্ঘটনা ঘটে সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে। এই ঘটনায় ১১ জন নিহত সঙ্গে প্রায় ৫০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত শাজাহানপুরের দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার সকাল ৬টার সময়। ঢাকা-রংপুর জাতীয় সড়কের মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাস সামনে থাকা একটি অটোকে ধাক্কা দেয়। এই ঘটনায় নিহত হন ৪ জন অটোযাত্রী। তবে জানা গেছে ঢাকা থেকে গাইবান্ধাগামী যে বাসটি অটো টিকে ধাক্কা দেয় সেই বাসের ড্রাইভার ও হেলপার দুজনেই পালিয়েছে।

অন্যদিকে সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাটি ঘটে সকাল ৭ টার সময়। এক্ষেত্রে ঢাকা থেকে লন্ডনগামী এক্সপ্রেস বাস ও সিলেট থেকে ঢাকামুখী বাস এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই ঘটনার জেরে আহত হন প্রায় ৫০ জন এবং নিহত হয়েছে ১১ জন। দুই বাসের ড্রাইভারই নিহত হন। এই ভয়াবহ দুটি দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে বাংলাদেশের দুই জায়গায়।