শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মহিলা এবং তরুণ ভোটারদের বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ, সাতসকালে বাংলায় ট্যুইট মোদীর

০৯:২৪ এএম, এপ্রিল ১০, ২০২১

মহিলা এবং তরুণ ভোটারদের বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ, সাতসকালে বাংলায় ট্যুইট মোদীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। আজ রাজ্যের মোট ৫ টি জেলার ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের জেলা আবার একইসঙ্গে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চতুর্থ দফার ভোটগ্রহণ। চতুর্থ দফার ভোটে থাকছে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও লাগোয়া এলাকায় থাকছে ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়া কমিশনারেট এলাকায় থাকছে ১০৩ কোম্পানি, হাওড়া গ্রামীণে থাকছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়াও আলিপুরদুয়ারে ৯৯ কোম্পানি।

আজ উত্তর-দক্ষিণ সহ কলকাতার বেশ কিছু আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। এই দফার ভোটেও রয়েছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। প্রত্যেক দফার মতো এবারেও বাংলার ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে, সকাল সকাল বাংলায় ট্যুইট করে ভোটদানের অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের তিন দফাতেও তিনি একইভাবে বাংলায় ট্যুইট করে বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানিয়েছিলেন।

https://twitter.com/narendramodi/status/1380696112793677825

এবারেও একইভাবে ভোটদানের আহ্বানের পাশাপাশি মহিলা এবং তরুণ ভোটারদের বিপুল সংখ্যায় ভোটদান করার আর্জি জানিয়েছেন মোদী।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হলেও, নজর থাকছে প্রধানত তৃণমূল এবং বিজেপির দিকেই। একদিকে যখন তৃণমূল নেত্রী ভাঙা পা নিয়েই রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচারে, ঠিক তখন বিজেপিও থেমে নেই। এবারের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় ঘনঘন পদার্পণ ঘটছে। কেউ একচুলও জমি ছাড়তে রাজি নয়। কার পরিশ্রম সার্থক হয়, সেই প্রশ্নের উত্তর মিলবে ২ মে। তাই এখন শুধুই ২ মে-এর অপেক্ষা।