শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

যেন বাস্তবের 'রাম-সীতা'! কনেকে বিয়ে করতে রামের মতোই ধনুক ভাঙলেন হবু বর! তাজ্জব এলাকাবাসী

০৭:২৯ পিএম, জুন ৩০, ২০২১

যেন বাস্তবের 'রাম-সীতা'! কনেকে বিয়ে করতে রামের মতোই ধনুক ভাঙলেন হবু বর! তাজ্জব এলাকাবাসী

বিয়েবাড়ি মানেই চারদিকে হইহই, সাজো সাজো রব৷ চারপাশে উৎসবের মেজাজ৷ আর এই বিয়েবাড়িকে কেন্দ্র করে প্রায়শই নানা চমকপ্রদ ঘটনা ঘটে৷ সম্প্রতি বিহারে অনুষ্ঠিত হল এমনই এক বিয়েপর্ব। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, ঠিক যেন রামায়ণের পাতা থেকেই যেন উঠে এসেছে এই বিয়ে। হবু বর-কনে যেন কলিযুগের 'রাম-সীতা'!

ঠিক কী ঘটেছে ওই বিয়ের অনুষ্ঠানে? বিহারের সব্বলপুরের সারান জেলার সোনপুরে অনুষ্ঠিত হয় এই বিয়ে। রামায়ণে সীতার সয়ম্ভর সভায় ঠিক যেভাবে হরধনু ভেঙে জনক রাজার কন্যার মন জিতে নিয়েছিলেন রাম; ঠিক একই ভঙ্গিতে বিয়ে সারলেন বিহারের ওই যুবক। মাথায় পাগড়ি, নীল রঙের স্যুট-প্যান্টে সজ্জিত বর টুক করে উঠে পড়লেন স্টেজে। এরপরই সেখানে রাখা ধনুক হাতে নিয়ে সোজা কপালে ঠেকিয়ে মট করে ভেঙে দিলেন। স্টেজের নীচে একপাশে বধূসাজে সজ্জিত হয়ে তখন দাঁড়িয়ে ছিলেন কনে। ধনুক ভাঙতেই লজ্জায় লাল হয়ে উঠলেন তিনি।

এরপর আর কী! ধনুক ভাঙা মাত্রই শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। বিয়ের মন্ত্র পড়তে শুরু করলেন পুরোহিত। স্টেজের উপরেই এরপর শুভদৃষ্টি সারলেন বাস্তবের 'রাম-সীতা'। তাঁদের বিয়ে দেখে তাজ্জব হয়ে গিয়েছেন এলাকাবাসীও। রামায়ণের আদলে এমন বিয়ে নিয়ে এলাকায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। নিমন্ত্রিত অতিথিরা বেশ উচ্ছ্বসিত এমন বিয়েপর্ব দেখে। চোখের সামনে ঠিক যেন 'রাম-সীতা'র বিয়েই দেখলেন তাঁরা, এমনটাও মন্তব্য করেছেন বেশ কিছুজন।

https://youtu.be/YKzcGWVxVKA

প্রসঙ্গত, বাল্মিকীর লেখা মহাকাব্য রামায়ণে কন্যা সীতার সয়ম্ভরে হরধনু ভাঙার খেলা রেখেছিলেন জনক রাজা। শর্ত ছিল, যে ধনুক ভাঙতে পারবে সে-ই সীতার মন জয় করবে। সে-ই সীতাকে বিয়ে করার উপযুক্ত হবে। এরপরই আসরে আসেন দশরথপুত্র রাম। ধনুক হাতে নিয়ে ভেঙে দেন তিনি। খুশি হয়ে তাঁর সঙ্গেই কন্যা সীতার বিয়ে দেন রাজা জনক। বিহারেও যেন ঠিক একই কায়দায় ঘটল সাম্প্রতিক ওই বিয়ের অনুষ্ঠান।