বুধবার, ০১ মে, ২০২৪

অভিনব কর্মসূচী! নদীয়ার ধানতলায় আজ সরস্বতী প্রতিমা বিতরণ করা হল বিজেপি যুব মোর্চার তরফে

০৭:০২ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২১

অভিনব কর্মসূচী! নদীয়ার ধানতলায় আজ সরস্বতী প্রতিমা বিতরণ করা হল বিজেপি যুব মোর্চার তরফে
মলয় দে, নদীয়া: সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচনকে ঘিরে জোরদার প্রচার ইতিমধ্যেই শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। আর এর জন্য রাজ্যের প্রতি জেলা, শহর, গ্রাম বিভিন্ন জায়গায় করা হচ্ছে সভা, নেওয়া হচ্ছে নানা কর্মসূচী। ঠিক যেমন, এবার সরস্বতী পুজো উপলক্ষে এক অভিনব কর্মসূচী গ্রহণ করা হল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। করোনা মহামারী আর তার জেরে হওয়া দীর্ঘ লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়ে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেই পরিবারেই পূজিত হতেন বিদ্যার দেবী সরস্বতী! কিন্তু স্বল্প উপার্জনে দীর্ঘ লকডাউন এর ঘাটতি মেটাতে, নাজেহাল পরিবারের প্রধানগণ। অথচ তাঁদের ঘরেই স্বরস্বতীর অনুগামীরা বোঝেনা অত শত! তাদের মুখ বিষণ্ণ। আশঙ্কা, এবার আর পাড়ার মোড়ে ছোট্ট করে পুজোটাও হয়তো বন্ধ থাকবে! কিন্তু আন্তরিকভাবে এমন কষ্ট হয়তো অনুধাবন করতে পেরেছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব মোর্চার ৩১ নম্বর জেলা পরিষদ মন্ডলের সদস্যরা। তাই কুমোরদের কাজ থেকে সরস্বতী প্রতিমা কিনে আঁশতলা সুভাষপল্লী বাজারে সরস্বতী প্রতিমা বিতরণ করা হল শিশু-কিশোরদের মধ্যে। এই প্রতিমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষ, জেলা যুব সাধারণ সম্পাদক দীনেশ রায়, রাজ্য বিজেপির সদস্য অনল বিশ্বাস ও মন্ডল যুব সভাপতি রাজীব ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব। এদিকে, প্রতিমা পেয়ে খুব খুশি ছোট ছোট পূজা আয়োজকরা। ভাস্কর ঘোষ বলেন, 'যুব মোর্চা থাকতে ধর্মীয় রীতিনীতিতে কখনোই দারিদ্রতার কুঠারাঘাত হতে দেবো না।'