শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

'মোদি না থাকলে কাল আমাদেরও এমন দশা হবে', আফগানিস্তানে তালিবানি রাজ নিয়ে বিস্ফোরক কঙ্গনা!

০৬:৩৮ পিএম, আগস্ট ১৭, ২০২১

'মোদি না থাকলে কাল আমাদেরও এমন দশা হবে', আফগানিস্তানে তালিবানি রাজ নিয়ে বিস্ফোরক কঙ্গনা!

তালিবানি আতঙ্কে জর্জরিত আফগানিস্তান। ইতিমধ্যেই কাবুলের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা৷ সে দেশ জুড়ে শুরু হয়েছে তালিবান-রাজ। যা দেখে চমকে উঠেছে গোটা বিশ্ব। অসহায় মানুষদের বাঁচার আর্তি চোখে জল আনছে বিশ্ববাসীর। এই প্রসঙ্গেই এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হয়ে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজের মতামত দেওয়ার পাশাপাশি তাঁর মুখে শোনা গেল নরেন্দ্র মোদির স্তুতি৷ সেই সঙ্গে CAA-এর পক্ষেও ফের সওয়াল তুলতে দেখা গেল অভিনেত্রীকে।

সম্প্রতি আফগানিস্তানের বুকে তালিবানি হামলা নিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্টোরি পোস্ট করেছেন কঙ্গনা। সেখানের একটি স্টোরিতে দেখা যাচ্ছে, প্রাণ বাঁচানোর তাগিদে বিমানে উঠার জন্য দৌড়াদৌড়ি করছেন আফগানরা। সেটি পোস্ট করে কঙ্গনা লেখেন, 'মনে রাখবেন তালিবানদের মদত যোগায় পাকিস্তান। আর আমেরিকা ওদের অস্ত্রের যোগান দেয়। তালিবানরা এখন আমাদের খুব কাছে এসে গিয়েছে। ভিডিওটি দেখুন। মোদিজি না থাকলে কাল এরকম দশা আপনাদেরও হতে পারে।'

[caption id="attachment_27111" align="alignnone" width="1000"]'মোদি না থাকলে কাল আমাদেরও এমন দশা হবে', আফগানিস্তানে তালিবানি রাজ নিয়ে বিস্ফোরক কঙ্গনা! 'মোদি না থাকলে কাল আমাদেরও এমন দশা হবে', আফগানিস্তানে তালিবানি রাজ নিয়ে বিস্ফোরক কঙ্গনা![/caption]

একই সঙ্গে নাগরিকত্ব আইনের স্বপক্ষেও গলা চড়িয়েছেন কঙ্গনা। তিনি লেখেন, 'প্যালেস্তাইন মুসলিমদের হাতে আফগান মুসলিমরা নৃশংসভাবে খুন হচ্ছে। যারা এ ধরনের আচরণকে সমর্থন জানাচ্ছেন, তাদের বলতে চাই। আমাদের দেশের সরকার নাগরিকত্ব আইনের প্রস্তাব এনেছে। তার জন্য সরকারকে ধন্যবাদ। এর ফলে প্রতিবেশী ইসলামিক দেশগুলির হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বাঁচার রাস্তা পাবেন।'

কঙ্গনা আরও লেখেন, 'এখন আমি বুঝতে পারছি কীভাবে বহু বছর ধরে ইসলামিক যাযাবররা সমৃদ্ধশালী ভারত মাতাকে দখল করেছিল।' পাশাপাশি আফগানিস্তানের জন্য প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'আফগানিস্তানের এ সময় আমাদের প্রয়োজন। আফগানিস্তানকে যদি রক্ষা করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আফগানিস্তানের জন্য সব সময় প্রার্থনা করব। তবে সান্ত্বনা এটাই যে, মুসলিম রাষ্ট্রের সমস্ত সংখ্যালঘুদের আমরা রক্ষা করতে পারব।'