শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফের ভাঙরে উদ্ধার তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসী

১০:১৫ এএম, মার্চ ২২, ২০২১

ফের ভাঙরে উদ্ধার তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসী

যত ভোট এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের মুখে ভাঙ্গড় থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে তাজা বোমা। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কাশিপুর থানা এলাকার চালতাবেড়িয়া একটি বাঁশ বাগান থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ওই বাঁশ বাগানে বাঁশ পাতা দিয়ে চাপা রাখা ছিল বোমা-গুলি। কিছু মন্দিরে বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয় এলাকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছে তদন্তকারী দল।

উল্লেখ্য, গতকালই কাবিলডাঙা এলাকার কাঠের মধ্যে এক আম বাগান থেকে বোমা বানানোর নানান সামগ্রী উদ্ধার করেছিল কাশিপুর থানার পুলিশ। সেখানেও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল তদন্তকারী দল। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে বোমা বানানোর সামগ্রী গুলো ফেলে যায় তাঁরা।

এমনিতেই রাজনৈতিক কারণে উত্তপ্ত ভাঙ্গড়। এর মধ্যে ভোটের মুখে এলাকাতেই একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সেই উত্তাপকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। এলাকায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।