গ্রাহকদের সুবিধার্থে প্রতি মাসের শুরুতেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসের ছুটির তালিকাও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের ছুটি মিলিয়ে চলতি মাসে মোট ১৫দিন (শনিবার ও রবিবার সহ) ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। বছরের প্রথম মাসেই দেশজুড়ে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং চারটে রবিবার ছাড়াও বিভিন্ন পরবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ১৫দিন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই ব্যাঙ্কের ছুটি নির্ধারিত করা হয়। তবে দেশ জুড়ে সমস্ত রাজ্যেই একই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে না। সাধারণত বিভিন্ন রাজ্যের উৎসব মেনেই সংশ্লিষ্ট রাজ্যের ব্যাঙ্কের ছুটির দিন নির্ধারিত করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটিগুলিকে তিন ভাগে ভাগ করেছে - হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট; নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি এবং রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে। সেই অনুযায়ীই জানুয়ারি মাসে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।
২০২৩ সালের প্রথম মাসে, জাতীয় ছুটির সঙ্গে (প্রজাতন্ত্র দিবস) অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসব এবং বার্ষিকী যেমন নববর্ষ, গুরু গোবিন্দ সিং জয়ন্তী, মিশনারি ডে, স্বামী বিবেকানন্দ জয়ন্তী, মকর সংক্রান্তি, পোঙ্গল, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি উদযাপন করা হবে। তাই মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে আরবিআই হলিডে ক্যালেন্ডার অনুসারে, এই দিনগুলিতে সারা দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ব্যাঙ্কিং জোন অনুযায়ী এই ছুটি থাকবে।
এদিকে সাধারণ মানুষকে একাধিক কারণে নিয়মিত ব্যাঙ্কে যেতে হয়। তাই ব্যাঙ্ক কবে কবে খোলা থাকবে তা আগে থেকে জেনে নেওয়া প্রয়োজন। আগাম জানা না থাকলে অনেকেই অসুবিধায় পড়তে পারেন। চলতি মাসে যেহেতু মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে তাই এখন থেকেই একটু একটু করে ব্যাঙ্ক সংক্রান্ত জরুরি কাজগুলি সেরে নিন। নাহলে বিপদে পড়তে পারেন। তবে আপনার যদি শুধুমাত্র টাকা তোলার প্রয়োজন থাকে সে ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না৷ কারণ এটিএম যথারীতি প্রতিদিন ২৪ ঘণ্টা খোলাই থাকছে।
এবার একনজরে জানুয়ারি মাসে যে যে দিনগুলি ব্যাঙ্ক বন্ধ থাকবে রইল তার তালিকা-
১ জানুয়ারি ২০২৩: রবিবার (নববর্ষের দিন ১ জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকে)।
২ জানুয়ারি ২০২৩: নববর্ষ উদযাপন (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
৩ জানুয়ারি ২০২৩: ইমোইনু ইরাতপা (ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
৪ জানুয়ারি ২০২৩: গান-নগাই (ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
৮ জানুয়ারি ২০২৩: রবিবার।
১২ জানুয়ারি ২০২৩: স্বামী বিবেকানন্দের জন্মদিন (কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
১৩ জানুয়ারি ২০২৩: দ্বিতীয় শনিবার।
১৫ জানুয়ারি ২০২৩: রবিবার।
১৬ জানুয়ারি ২০২৩: তিরুভাল্লুভার দিবস (চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
১৭ জানুয়ারি ২০২৩: উঝাভার থিরুনাল (চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
২২ জানুয়ারি ২০২৩: রবিবার।
২৩ জানুয়ারি ২০২৩: নেতাজির জন্মদিন (কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
২৬ জানুয়ারি ২০২৩: প্রজাতন্ত্র দিবস (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
২৮ জানুয়ারি ২০২৩: চতুর্থ শনিবার।
২৯ জানুয়ারি ২০২৩: রবিবার।
আপনার মতামত লিখুন :