সোমবার, ২০ মে, ২০২৪

এবার এলপিজি‍‍`তে তৎকাল ব্যবস্থা! বুকিংয়ের ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে LPG সিলিন্ডার

শ্রেয়সী দত্ত

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:২৩ পিএম | আপডেট: মার্চ ২২, ২০২২, ০৩:২৩ এএম

এবার এলপিজি‍‍`তে তৎকাল ব্যবস্থা! বুকিংয়ের ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে LPG সিলিন্ডার
এবার এলপিজি‍‍`তে তৎকাল ব্যবস্থা! বুকিংয়ের ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে LPG সিলিন্ডার

Indian Oil Corporation এই তৎকাল পরিষেবা চালু করেছে। বলা হয়েছে, এই পরিষেবায় বুকিংয়ের মাত্র ২ ঘণ্টাতেই এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আপাতত হায়দরাবাদে এটি পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। জানা যাচ্ছে, শুধু মাত্র Indian Oil Corporation নয়, আগামী দু‍‍`মাসের মধ্যে HP Gas-ও তৎকাল সার্ভিস শুরু করতে চলেছে।

প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে, গ্যাস সিলিন্ডার বুক করলে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরে তা বাড়িতে ডেলিভারি দেওয়া হয়। অনেক সময় এই সময় বৃদ্ধিও পায়। ‌তবে এই তৎকাল পরিষেবাগুলি চালু হলে শীঘ্রই এই ঝামেলা থেকে সকলে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।

তবে এই বিশেষ সুবিধা নিতে গেলে বিশেষ খরচ করতেই হবে গ্রাহকদের। অবশ্য একটি রিপোর্টের দাবি খুব বেশি না এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য খরচ মাত্র অল্পই বাড়বে! বেশি পরিমাণ মানুষকে এই সুবিধার আওতায় আনাই এর প্রধান লক্ষ্য। রিপোর্ট অনুযায়ী, তৎকাল সুবিধা পেতে মাত্র ২৫ টাকা অতিরিক্ত দিতে হবে। Indane Gas-এর গ্রাহকেরা সকাল ৮ টা থেকে ৪ টের মধ্যে তৎকাল সুবিধা নেওয়ার জন্য ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে গ্যাস বুক করতে পারেন।

এছাড়াও গ্রাহকের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ বা মিসকল করেও গ্যাস বুক করা যায়। হোয়াটসঅ্যাপ করার জন্য নম্বর হলো ৭৫৮৮৮৮৮৮২৪ ও মিসকল করার নম্বর ৮৪৫৪৯৫৫৫৫৫।