শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ট্রেনে কি খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে? ঠকার আশঙ্কা এড়াতে দেখে নিন IRCTC তালিকা

মৌসুমী মোদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০৮:২৬ পিএম | আপডেট: জুলাই ৫, ২০২২, ০২:২৬ এএম

ট্রেনে কি খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে? ঠকার আশঙ্কা এড়াতে দেখে নিন IRCTC তালিকা
ট্রেনে কি খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে? ঠকার আশঙ্কা এড়াতে দেখে নিন IRCTC তালিকা / প্রতীকী ছবি

অনেক ক্ষেত্রেই দেখা যায় রেলে (Indian Railways) খাবারের দামের উপর অতিরিক্ত জিএসটি (GST) বসানো হচ্ছে। ফলে সামান্য কোনও খাবারের দামও অত্যধিক বেড়ে যাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শতাব্দী এক্সপ্রেসের একটি চায়ের বিল। সেখানে এক যাত্রীর দাবি, ২০ টাকার চায়ের উপর ৫০ টাকা জিএসটি ধরে দাম নেওয়া হয়েছে। ফলে এক কাপ চায়ের দাম দাঁড়িয়েছে ৭০ টাকা!

বিষয়টি নিয়ে ক্রমাগতই ক্ষোভ বাড়ছে যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বহু জন লেখালেখিও করছেন। পাশাপাশি IRCTC-এর সমালোচনাও করা হচ্ছে। তবে সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন রেলের কর্মকর্তারা। তাঁরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেম, রেলের তরফে কোনও যাত্রীর কাছ থেকে খাবারের দামে অতিরিক্ত কোনও টাকা নেওয়া হয় না। কেউ যদি রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনে ভ্রমণের সময় খাবার বুক করে থাকেন, তবে তার কাছ থেকে কোনও বাড়তি পরিষেবা কর নেওয়া হয় না। তবে রিজার্ভেশন করার সময় তিনি যদি খাবার বুক না করে থাকেন, তাহলে সেই যাত্রীকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

২০১৮ সাল থেকেই রেলের তরফে এই নির্দেশ জারি করা হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী বর্তমানে ট্রেনে ভ্রমণের সময় খাদ্য ও পানীয়ের প্রকৃত মূল্য কত? ঠকতে না চাইলে এখনই তা জেনে নিন!

ট্রেনে খাবারের মূল্য
প্রাতঃরাশ (নিরামিষ) - ৪০ টাকা
প্রাতঃরাশ (আমিষ)- ৫০ টাকা
স্ট্যান্ডার্ড মিল (নিরামিষ)- ৮০ টাকা
স্ট্যান্ডার্ড মিল আমিষ (ডিম)- ৯০ টাকা
স্ট্যান্ডার্ড মিল আমিষ (চিকেন)-১৩০ টাকা
নিরামিষ বিরিয়ানি (৩৫০ গ্রাম) - ৮০ টাকা
এগ বিরিয়ানি (৩৫০ গ্রাম)-৯০ টাকা
চিকেন বিরিয়ানি (৩৫০ গ্রাম)- ১১০ টাকা

রাজধানী/শতাব্দী/দুরন্ত এক্সপ্রেসে খাবারের মূল্য
সকালের চা - ৩৫ টাকা
প্রাতঃরাশ - ১৪০ টাকা
লাঞ্চ / ডিনার - ২৪৫ টাকা
সন্ধ্যার চা - ১৪০ টাকা

রাজধানী/শতাব্দী/দুরন্ত এক্সপ্রেসের চেয়ার কার, এসি ৩ এবং এসি ২-তে খাবারের মূল্য
সকালের চা - ২০ টাকা
প্রাতঃরাশ - ১২০ টাকা
দুপুরের খাবার / রাতের খাবার - ১৮৫ টাকা
সন্ধ্যার চা - ৯০ টাকা

দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের খাবারের মূল্য
সকালের চা- ১৫ টাকা
ব্রেকফাস্ট- ৬৫ টাকা
লাঞ্চ/ ডিনার- ১২০ টাকা
সন্ধ্যার চা- ৫০ টাকা