শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর কত? দেখে নিন একনজরে

সৌভিক বেজ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৮:২৯ এএম | আপডেট: মার্চ ১৬, ২০২৩, ০৮:২৯ এএম

আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর কত? দেখে নিন একনজরে
আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর কত? দেখে নিন একনজরে

প্রতিদিন কমবেশি বাড়ছে সোনার দাম (Gold Price) ও রুপোর দাম (Silver Price), সেই তালে পিছিয়ে নেই জ্বালানির মূল্যও। বেশ কয়েকমাস প্রায় স্থির থাকার পর গত আট দিন ধরে ক্রমাগত পরিবর্তন হচ্ছে জ্বালানির দামেও। ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পেট্রোলের দাম (Petrol Price) ও ডিজেলের দাম (Diesel Price)। সাথে রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দামও আকাশছোঁয়া। তিলোত্তমা নগরীতে আজ সোনার দাম (Gold Price), রুপোর দাম (Silver Price), পেট্রোলের দাম (Petrol Price) ডিজেলের দাম (Diesel Price) ও  রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দাম কত স্থির হয়েছে দেখে নেওয়া যাক একনজরে-

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম কমেছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৫৩০৫ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪২৪৪০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫৩০৫০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৫৩০৫০০ টাকা৷

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৫৭৮৭ টাকা, ৮ গ্রামের দাম ৪৬২৯৬ টাকা, ১০ গ্রামের দাম ৫৭৮৭০ টাকা, ১০০ গ্রামের দাম ৫৭৮৭০০

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৬৯ টাকা। প্রতি ৮ গ্রাম ৫৫২ টাকা। প্রতি ১০ গ্রাম ৬৯০ টাকা । প্রতি ১০০ গ্রামে ৬৯০০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৯০০০ টাকা হয়েছে।

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ১১২৯ টাকা।