বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পিছু হটার প্রশ্ন নেই! ফের কড়া চিঠি দিয়ে বুঝিয়ে দিল কেন্দ্র

০৬:৫৪ পিএম, জুন ২১, ২০২১

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পিছু হটার প্রশ্ন নেই! ফের কড়া চিঠি দিয়ে বুঝিয়ে দিল কেন্দ্র

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আগেই মুখ্য সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাও মিটছে না আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রের টানাটানি। আবারও একবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হল, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পিছু হটতে কোনও মতেই রাজি নয় কেন্দ্র সরকার।

সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে ফের কড়া চিঠি ধরিয়েছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে, তাঁকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ দফতর (DOPT)। আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে চিঠির জবাব দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠিতে, ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত না থাকায়, তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে প্রাক্তন মুখ্য সচিবের কাছে। চিঠিতে এও স্পষ্ট বলা হয়েছে যে, উল্লেখ করে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে, আলাপনকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

চিঠিতে বলা হয়েছে, লিখিতভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন। অথবা সশরীরে উপস্থিত হয়েও, তিনি নিজের বক্তব্য জানাতে পারেন। কিন্তু চিঠির উত্তর দিতেই হবে। উত্তর না পেলে, সর্বভারতীয় প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার (অল ইন্ডিয়া সার্ভিসেস) ৮ এবং ৬ নম্বর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে, যার আওতায় অবসরকালীন সবরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তিনি। তাই আবশ্যিকভাবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তিনি মানছেন, নাকি অস্বীকার করছেন তা তাঁকে জানাতেই হবে।

তাছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে চিঠির উত্তর না দিলে, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ নিয়ে আলাদা করে তদন্ত হবে এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্যি প্রমাণিত হলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারেও বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিস্তর টানাপড়েন চলে। বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে, তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। যে চিঠির জবাবও দেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরেও বিতর্ক মেটেনি। শেষমেশ আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের দিন অর্থাৎ ৩১ মে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ জুন থেকে আগামী তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কাজ করবেন তিনি। মমতা বলে দেন, চ্যাপ্টার ক্লোজড। এতো কিছুর পরেও যে, সহজে যে ‘চ্যাপ্টার ক্লোজড’ নয়, তা ফের সোমবার বুঝিয়ে দিল কেন্দ্র।