শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টিকাকরণে কেন্দ্রের অভিনব উদ্যোগ! টিকা নিয়ে যাবতীয় প্রশ্ন ও ভয় দূর করবে ভ্যাকসিন সঙ্গীত

০৮:১৫ এএম, অক্টোবর ১৭, ২০২১

টিকাকরণে কেন্দ্রের অভিনব উদ্যোগ! টিকা নিয়ে যাবতীয় প্রশ্ন ও ভয় দূর করবে ভ্যাকসিন সঙ্গীত

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার টিকাকরণে ভারত ১০০ কোটির লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হবে আর মাত্র দু-একদিনের মধ্যেই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের ১০০ কোটি জনগণকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল কেন্দ্রের মোদী সরকারের। সেই লক্ষ্যমাত্রা পূরণ হতে চলায় এবার কেন্দ্রের পক্ষ থেকে এক বিশেষ উপহার দেওয়া হল। সেই বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হল ভ্যাকসিন সঙ্গীত।

এখনও যাঁদের করোনার টিকা নিয়ে মনে হাজারো প্রশ্ন এবং দ্বিধা রয়েছে, এই গান তাঁদের সেইসব যাবতীয় প্রশ্ন, ভয় এবং দ্বিধা দূর করবে। শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য-র উপস্থিতিতে এই গানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী কৈলাশ খের। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক কৈলাশ খেরও।

দেশের টিকাকরণ কর্মসূচির কথা মনে করিয়ে দিতেই এই গানের নাম দেওয়া হয়েছে, ‘টিকা সে বাঁচা হ্যায় দেশ’। পদ্মশ্রী সম্মান পাওয়া গায়ক কৈলাশ খেরের গলায় গাওয়া তিন মিনিটের দীর্ঘ এই গানে শোনা যায় যে, বর্তমান করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে সকলেই যেন টিকা নিয়ে যাবতীয় ভয় এবং দ্বিধা সরিয়ে এগিয়ে আসেন। গানের ভিডিওটিতে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষকে টিকা নিতে।

ভ্যাকসিন সঙ্গীতের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে, আগামী সপ্তাহেই ১০০ কোটি টিকার লক্ষ্যমাত্রা পূরণ করবে ভারত। তিনি এ প্রসঙ্গে বলেন যে, ‘২০২০ সালের মার্চ মাসে যখন লকডাউন হয়, তখন পিপিই, ভেন্টিলেটর সহ অন্য়ান্য মে়ডিক্যাল সামগ্রীর জন্য দেশ বিদেশ থেকে আমদানির উপরই নির্ভরশীল ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই দেশেই এই প্রয়োজনীয় সামগ্রীগুলির উৎপাদন শুরু করে দেওয়া হয়। বর্তমানে আমরা তুলনামূলকভাবে অনেক বেশি প্রস্তুত কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে। এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কল্পনাশক্তি ও তাঁর’ নেতৃত্বের অধীনে।’

https://twitter.com/HardeepSPuri/status/1449316686478282757

এর পাশাপাশি তিনি বিরোধীদের এই বিষয়ে খোঁচা দিয়ে বলেন যে, ‘যারা এই কর্মসূচি নিয়ে ভুয়ো খবর বা মিথ্যে গল্প ব্যাখ্যা করতে চেয়েছিল, তাঁরা ব্যর্থ হয়েছে এবং করোনা টিকাকরণ জন কর্মসূচিতে পরিণত হয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। ভাইরাস শত্রুর বিরুদ্ধে লড়তে সকলে একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন। এখনও যাদের মনে করোনা টিকা নিয়ে দ্বিধা বা ভ্রান্ত ধারণা রয়েছে, তা দূর করবে কৈলাশ খেরের এই গান।’

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টিকাকরণ প্রসঙ্গে জানিয়েছেন যে, এখনও অবধি দেশব্যাপী মোট ৯৭ কোটিরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সবকা বিকাশের যে মন্ত্র নিয়ে চলে দেশ, সেই কথা অনুযায়ীই দেশের গবেষক, চিকিৎসক, বৈজ্ঞানিকদের উপর উপর ভরসা করেছেন সাধারণ মানুষ, সেই কারণেই তাদের নিরন্তর প্রচেষ্টায় করোনা টিকা উৎপাদন করা সম্ভব হয়েছে। সবকা প্রয়াস-এই কথা মেনেই অতি অল্প সময়ের মধ্যেই দেশের প্রতিটি কোণায়, গলিতে পৌঁছে গিয়ে করোনা টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।’