শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পুরভোটের আগে ব্যানার ফেস্টুন ছেড়া নিয়ে উত্তপ্ত ১০৮ নম্বর ওয়ার্ড

০৮:৫৩ এএম, ডিসেম্বর ৭, ২০২১

পুরভোটের আগে ব্যানার ফেস্টুন ছেড়া নিয়ে উত্তপ্ত ১০৮ নম্বর ওয়ার্ড
পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠলো কলকাতা পুরসভার অন্তর্গত ১০৮ নম্বর ওয়ার্ড। মূলত ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। যদিও পরস্পরের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে দুই পক্ষই। সোমবার রাতে হঠাৎই বিজেপির অভিযোগ একদল দুষ্কৃতী তাঁদের দলীয় অফিসে হামলা চালায়। স্বাভাবিক ভাবেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে এলাকার লোক ও দলের অনান্য কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। অন্যদিকে, ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষের পাল্টা অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূলের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে। তা নিয়েই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মীরা প্রতিবাদ করতে গেলে বচসা বাঁধে। এদিকে এই ঘটনায় রাতেই আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী মেঘনাথ হালদার।পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। দুপক্ষেরই বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য কড়া নজরদারি রাখা হয়েছে।