শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিন, বার্তা মমতা-শাহের

১০:১৪ এএম, মার্চ ২৭, ২০২১

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিন, বার্তা মমতা-শাহের

শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। আজ 30 টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ হবে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শান্তিতে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলা সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন ভোট দিন"।

https://twitter.com/MamataOfficial/status/1375641374091997190

অন্যদিকে অমিত শাহ টুইটে জানিয়েছেন, "আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের অনুরোধ করছি বাংলার গৌরব কে পুনঃপ্রতিষ্ঠা করতে, অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দান করুন"। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো লেখেন, "আপনার একটি ভোট সুভাষচন্দ্র বসু গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষের চিন্তা ধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে"।

https://twitter.com/AmitShah/status/1375637365599920129

এদিন সকাল থেকেই বেশ কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপ হওয়ায় ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। দিকে প্রথম দুই ঘণ্টায় ভোট গ্রহণ হয়েছে ১৪.২৮ শতাংশ।