মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দেশের মধ্যে ৮ রাজ্যে করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক! টেস্টিং বাড়ানোর নির্দেশ কেন্দ্র সরকারের

০৭:১০ পিএম, মার্চ ৭, ২০২১

দেশের মধ্যে ৮ রাজ্যে করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক! টেস্টিং বাড়ানোর নির্দেশ কেন্দ্র সরকারের

বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ দেশব্যাপী এখন ভোটের হাওয়া। সামনেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। একটা সময়ে মনে করা হয়েছিল যে, দেশের করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বর্তমানে সেই ভাবনা ফের ভুল প্রমাণিত হয়েছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

উল্টে দেশের মধ্যেই ৮ রাজ্যের মোট ৬৩ টি জেলায় করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক হয়ে উঠেছে। এই ৮ রাজ্যের মধ্যে আবার রয়েছে উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের মতো পাহাড়ি রাজ্যও। রিপোর্ট অনুযায়ী, শনিবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৩২৭ জন যা গত ৩৬ দিনে সবচেয়ে বেশি৷ এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১.১১ কোটির থেকেও বেশি৷ মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, কর্নাটক, তামিলনাড়ুতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দ্রুত গতিতে৷ শনিবার গোটা দেশের মোট আক্রান্তের মধ্যে ৮২ শতাংশই ছিল এই পাঁচ রাজ্যের৷

এই পরিস্থিতিতে শনিবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তিনি এবং নীতি আয়োগের সদস্য ডাঃ বিকে পল শনিবার দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, গোয়া, চন্ডীগড়, হরিয়ানা ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য সচিব ও রাজ্য স্বাস্থ্য মিশনের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক থেকেই জানা গিয়েছে যে, দেশের মধ্যেই ৮ রাজ্যের এই ৬৩টি জেলায় করোনা পরিস্থিতি সঙ্কটজনক চেহারা নিয়েছে। এই সব জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা টেস্টিং নিয়ে খুব কম কাজ করা হয়েছে। এই বৈঠক থেকেই প্রকাশ্যে আসে যে, আরটিপিসিআর পরীক্ষা নিয়ে গাফিলতি দেখিয়েছে জেলা প্রশাসন। যার ফলেই এই অবস্থা।

এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ড্যামেজ কন্ট্রোল হিসাবে জেলাগুলির রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি করোনা টেস্টিং বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷