শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পুজোর আগে স্বস্তি দিচ্ছে দেশের করোনা গ্রাফ! গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ

১১:১৯ এএম, সেপ্টেম্বর ২৬, ২০২১

পুজোর আগে স্বস্তি দিচ্ছে দেশের করোনা গ্রাফ! গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে, দেশে করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত রয়েছে। প্রতিদিন একটু একটু করে বাড়ছে সংক্রমণ, আবার কখনও তা কমছে। এরই মধ্যে আবার সামনেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে উৎসবের মরশুমে করোনা নিয়ে বিশেষ সতর্ক কেন্দ্রের মোদী সরকার। তাই সংক্রমণ ঠেকাতে জোর দেওয়া হচ্ছে করোনাবিধিতে। পাশাপাশি গতি বাড়ানো হচ্ছে টিকাকরণের উপর। এরই মধ্যে স্বস্তি দিল দেশের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের অনেকটাই। পাশাপাশি স্বস্তি দিচ্ছে পজিটিভ রেটও।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩২৬ জন। গতকালের থেকে সংক্রমণ অনেকটাই কম। গতকাল দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এই সংখ্যাও গতকালের থেকে কম। গতকাল দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ২৯০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন।  গত ২৪ ঘণ্টায় সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৬ হাজারের কিছু বেশি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেস। সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ফের কমল সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। গতকাল দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন।

https://twitter.com/ANI/status/1441976358058409986

করোনার বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরাই। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৩২ জন। তবে, দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থতার সংখ্যা কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন।

এদিকে, টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত ৮৫ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৮ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষের বেশি।