শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য ঊর্ধ্বমুখী, মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কম

১০:৪৭ এএম, জুলাই ৮, ২০২১

দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য ঊর্ধ্বমুখী, মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কম

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, দেশে ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে, এখন দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ কমার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। তবে, মৃত্যুর সংখ্যা আগের থেকে কম। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই এখন কম। যা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। বেশ কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে।

টানা বেশ কিছুদিন নিম্নমুখী ছিল অ্যাকটিভ কেসও। তবে, বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হল। দীর্ঘদিন বাদে বাড়ল অ্যাকটিভ কেস। আগের দিনের থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তাও উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জন। অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮১৭ জনের। মৃতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন।

https://twitter.com/ANI/status/1412981347405074432

তবে, দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যাটা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৪ হাজার ২৯১ জন। সুস্থতার হার এখন ৯৭.১৮ শতাংশ। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪ জন। ইতিমধ্যেই ভারতে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে করোনা পরীক্ষার হারও। ইতিমধ্যেই দেশে ৪২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৯৩ হাজার।