শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উত্তরবঙ্গে মিলল করোনার ভয়ঙ্কর ডেল্টা স্ট্রেনের খোঁজ! আক্রান্ত ৫, চিন্তায় প্রশাসন

০২:৪১ পিএম, জুলাই ২৮, ২০২১

উত্তরবঙ্গে মিলল করোনার ভয়ঙ্কর ডেল্টা স্ট্রেনের খোঁজ! আক্রান্ত ৫, চিন্তায় প্রশাসন

পাহাড়ে ফের খোঁজ মিলল করোনার ভয়ঙ্কর ডেল্টা স্ট্রেনের। সিকিমের পর এবার উত্তরবঙ্গে ১৪ জনের দেহে মিলেছে ডেল্টা স্ট্রেনের জীবাণুর হদিশ। দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫। ফলে বেশ চিন্তায় পড়ে গিয়েছে প্রশাসন। তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই আপাতত সুস্থ।

গত মে মাসে কল্যানীতে পাঠানো হয়েছিল পরীক্ষার নমুনা। মঙ্গলবার আসে সেই রিপোর্ট। এরপরই জানা যায় এই তথ্য৷ অন্যদিকে, পাহাড়ে ইউকে স্ট্রেনেরও হদিশ মিলেছে। এখনও অবধি ৩ জনের দেহে ইউকে স্ট্রেনের জীবাণুর খোঁজ পাওয়া গিয়েছে। তা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে৷

[caption id="attachment_24034" align="alignnone" width="1024"]উত্তরবঙ্গে মিলল করোনার ভয়ঙ্কর ডেল্টা স্ট্রেনের খোঁজ! আক্রান্ত ৫, চিন্তায় প্রশাসন / প্রতীকী ছবি উত্তরবঙ্গে মিলল করোনার ভয়ঙ্কর ডেল্টা স্ট্রেনের খোঁজ! আক্রান্ত ৫, চিন্তায় প্রশাসন / প্রতীকী ছবি [/caption]

তবে ইতিমধ্যেই কড়া সতর্কতার পদক্ষেপ নিয়েছে উত্তরবঙ্গ প্রশাসন। আগেই নির্দেশ জারি করা হয়েছিল, করোনা নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট না থাকলে পাহাড়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এখনও সেই নিয়মই বহাল রয়েছে। পাশাপাশি সপ্তাহে ১ দিন করে ঘুরিয়ে ফিরিয়ে শিলিগুড়ি ও মাটিগাড়ার বাজার ও মার্কেট বন্ধ রাখার নির্দেশিকাও জারি করেছে প্রশাসন।