শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

স্বস্তির খবর! দেশ জুড়ে কমলো দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু, সক্রিয় রোগীর সংখ্যাও নিম্নমুখী

১১:৪৭ এএম, জুলাই ৩, ২০২১

স্বস্তির খবর! দেশ জুড়ে কমলো দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু, সক্রিয় রোগীর সংখ্যাও নিম্নমুখী

দেশের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। একইসঙ্গে কমলো করোনার দৈনিক সংক্রমণও। মৃত্যুর হারও যথারীতি কম। এদিন দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লক্ষেরও নীচে। সেই সংখ্যাটা মোট ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। পাশাপাশি দৈনিক সংক্রমণের সংখ্যাও ৫০ হাজারের নীচে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। স্বস্তির খবর, গত ৭ দিন ধরেই টানা ৫০ হাজারের কমই থাকছে দৈনিক সংক্রমণ।

অন্যদিকে, প্রায় গত ৯ দিন ধরে করোনায় মৃত্যুর হারও ১ হাজারের নীচে। করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৭৩৮ জন। সেই সঙ্গে দেশে সুস্থতার হারও বাড়ল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪৭৭ জন মানুষ। করোনা গ্রাফও ক্রমশ নিম্নমুখী।

আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জনে৷ সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। করোনার কবলে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ পেরিয়েছে। পরিসংখ্যান মতে, করোনার প্রকোপে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে টিকাকরণ। অধিকাংশ মানুষেরই টিকাকরণ হয়ে গিয়েছে। এখনও বাকি রয়েছেন বেশ কিছু মানুষ। এখনও পর্যন্ত দেশ জুড়ে মোট টিকাপ্রাপকের সংখ্যা ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন। সরকারের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের অধিকাংশ মানুষ যাতে টিকা পেয়ে যান।