শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অনন্য নজির, এই কারণে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এও নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

০৫:৫২ পিএম, সেপ্টেম্বর ৩, ২০২১

অনন্য নজির, এই কারণে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এও নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

ফুটবল বিশ্বের একাংশের মতে তিনি গ্রেটেস্ট অফ অল টাইম। তাঁর নামের সঙ্গে সমার্থক একের পর রেকর্ড। মাঠে তাঁর পায়ের জাদু যেন ফুল ফোটায়। বর্তমানে বয়স ৩৬। কিন্তু বয়স কে কবেই বা পাত্তা দিয়েছেন তিনি! তাই এই বয়সে এসেও সম্প্রতি হয়ে উঠেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মালিক। বুধবার রাতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ইরানের আলি দায়েইয়ের ১০৯ গোলের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন তিনি। ১১১ গোল করে নামও তুলে ফেললেন 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ।

[caption id="attachment_29869" align="alignnone" width="1280"]অনন্য নজির, এই কারণে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এও নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! / Image Source: Twitter @FIFAWorldCup অনন্য নজির, এই কারণে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এও নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! / Image Source: Twitter @FIFAWorldCup[/caption]

এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার কথা বলছি। হ্যাঁ, তিনি পর্তুগাল ফুটবল টিমের ক্যাপ্টেন তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার সর্বোচ্চ গোলদাতার তকমা পাওয়ার পরই আজ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর হাতে তুলে দিল বিশ্বসেরার সম্মান। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা শেয়ারও করেছে তারা। অন্যদিকে, গিনেসের স্বীকৃতির স্মারক হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন পর্তুগিজ মহাতারকাও। তিনি লেখেন, 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে ধন্যবাদ। বিশ্বরেকর্ড ভাঙার স্বীকৃতি পেতে সবর্দাই ভালো লাগে। আরও নতুন নম্বরের কীর্তি গড়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।'

https://www.instagram.com/p/CTWiaHngNEW/?utm_source=ig_web_copy_link

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ইরানের আলি দায়েই এবং রোনাল্ডোর গোলসংখ্যা ছিল সমান, ১০৯। কিন্তু বুধবার জোড়া গোল করে আলি দায়েইকে টপকে গেলেন সি আর সেভেন। এদিন প্রথম গোল করেই আলি দায়েইকে ছাপিয়ে ১১০ গোল করে এগিয়ে গিয়েছিলেন রোনাল্ডো। এরপর শেষ মুহূর্তে ফের আরেক গোল করে সব রেকর্ড চুরমার করে দিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সেরার মুকুট বসল তাঁরই মাথায়। হলেন বিশ্বের এক নম্বর আন্তর্জাতিক গোলদাতা।

[caption id="attachment_29868" align="alignnone" width="1280"]অনন্য নজির, এই কারণে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এও নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! / Image Source: Instagram @cristiano অনন্য নজির, এই কারণে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এও নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! / Image Source: Instagram @cristiano [/caption]

আসলে বারবার নিজেকে সেরা প্রমাণ করার তাগিদ নিয়েই যেন মাঠে পা পড়ে পর্তুগাল ক্যাপ্টেনের। দলের কঠিন সময়েও বারবার জ্বলে ওঠেন তিনি। একের পর এক গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত একাধিক রেকর্ডও গড়ে ফেলেন। সি আর সেভেনের সেই কৃতিত্বকে সম্মান জানিয়েই এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও তাদের বিশ্বসেরার তালিকায় জুড়ে নিল ফুটবল মহানায়কের নাম।

https://www.instagram.com/p/CTWusmYDR3L/?utm_medium=copy_link