শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর কথা অস্বীকার কেন্দ্রের! ভিডিও টুইট করে আক্রমণ রাহুলের

০২:৫১ পিএম, জুলাই ২২, ২০২১

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর কথা অস্বীকার কেন্দ্রের! ভিডিও টুইট করে আক্রমণ রাহুলের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর তাদের কাছে নেই। স্বাস্থ্যমন্ত্রকের এই মন্তব্যের পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। হতবাক গোটা দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এহেন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

মঙ্গলবার রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, স্বাস্থ্য একান্তভাবে রাজ্যের বিষয়। বলা হয় যে, নিয়মিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে করোনার দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হিসেব দেওয়া উচিত প্রত্যেক রাজ্যের। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয় যে, ‘যদিও অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর কথাই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জানায়নি।’

এবার কেন্দ্রের এই দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা ভিডিও টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে নানা দুঃখজনক ছবি জুড়ে একটি ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। ক্যাপশনে তিনি লেখেন, ‘সবটা মনে রাখা হবে।’ অন্যদিকে, এর আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে, ‘মেডিকেল অক্সিজেনেরই শুধু অভাব ছিল না। অভাব ছিল সংবেদনশীলতার, সত্যেরও। দ্বিতীয় ঢেউ থেকে যা এখনও বর্তমান।’

https://twitter.com/RahulGandhi/status/1418066718023458817 https://twitter.com/RahulGandhi/status/1417497251698597890

এদিকে গতকাল রাজ্যসভায় কেন্দ্রের এই বক্তব্যের পর, শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন যে, ‘আমি বাকরূদ্ধ। যারা স্বজনহারা হলেন, এই বক্তব্য শুনে তাঁদের পরিস্থিতি কী হবে? কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত।’