শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফের নিম্নচাপ! জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ নবান্নের

১০:০০ এএম, অক্টোবর ১৭, ২০২১

ফের নিম্নচাপ! জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ নবান্নের

ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে আবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তাই দুর্যোগ মোকাবিলায় ফের একবার কলকাতা পুরসভা ও সংশ্লিষ্ট সমস্ত জেলার জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিল নবান্ন। সব রকম বিপদ এড়াতে তৎপর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এবার গোটা রাজ্যজুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। এর সঙ্গে বজ্রপাতের সম্ভবনাও রয়েছে। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এর মধ্যে কোনও কোনও জেলায় আবার বুধবার পর্যন্তও বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এরপরেই নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষকে যাতে দুর্ভোগে পড়তে না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নিতে হবে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ও সমস্ত জেলাশাসকদের৷ অন্যদিকে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের রবিবার রাতের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে। এমনকি পর্যটকদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷

অন্যদিকে, উত্তরবঙ্গেও সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কালিম্পং-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার তবে এই এলাকায় জল জমলে যাতে সাধারণ মানুষের সমস্যার না হয় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর৷