শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি! সংসারে ঘটবে শ্রীবৃদ্ধি

০৯:৩৬ পিএম, অক্টোবর ১৯, ২০২১

লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি! সংসারে ঘটবে শ্রীবৃদ্ধি

আজ লক্ষ্মীপুজো। মঙ্গলবার সন্ধ্যা থেকেই লক্ষ্মী পুজোর লগ্ন শুরু হচ্ছে। যা থাকবে আগামীকাল বিকেল পর্যন্ত। শ্রীলক্ষ্মী সুখ-শান্তি-সমৃদ্ধির দেবী। তিনি চঞ্চলা। তাই তাঁকে অচঞ্চল রাখতে কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবীর আরাধনা করা হয়। এই দিন বাংলার ঘরে ঘরে হয় দেবীবন্দনা। কোথাও ঘটে পুজো হয় তো কোথাও আবার পটে। অধিকাংশ বাড়িতে আবার শ্রীলক্ষ্মীর মুর্তি এনেও পুজো করা হয়৷

কথিত রয়েছে, শ্রীলক্ষ্মীর আরাধনা করলে ঘরে ঘরে শ্রীবৃদ্ধি ঘটে। উপচে পড়ে ধনসম্পদ। আসে সমৃদ্ধি। আপনার পরিবারেও শ্রীবৃদ্ধি ঘটাতে লক্ষ্মীপুজোর দিন অবশ্যই মেনে চলুন নিম্নলিখিত নিয়মগুলি। দেবীর কৃপা বর্ষাবে আপনার পরিবারে।

[caption id="attachment_36252" align="alignnone" width="1280"]লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি! সংসারে ঘটবে শ্রীবৃদ্ধি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি! সংসারে ঘটবে শ্রীবৃদ্ধি[/caption]

লক্ষ্মীপুজোর দিন কী কী করলে সংসারে আসবে সমৃদ্ধি?

১. পুজোর দিন মঙ্গলঘট পরিষ্কার জল দিয়ে ভরুন। এরপর ঘট লাল কাপড়ে মুড়ে, লাল সুতো দিয়ে বেঁধে রাখুন। ২. ঘটের উপর নারকেল রাখুন। এরপর ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এই চিহ্ন সমৃদ্ধির প্রতীক। ঘটের জলের মধ্যে রাখুন চাল ও মুদ্রা। ৩. বাড়ির সদর দরজার সামনে মায়ের পদ চিহ্ন আঁকুন। এটিকে শুভ মনে করা হয়। ৪. দেবীর মূর্তি বা পটের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করুন। এরপর সেই কড়ি সযত্নে আলমারিতে তুলে রাখুন। ৫. লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পড়া এবং মা লক্ষ্মী ১০৮ নাম স্মরণ করা আবশ্যক। ৬. এছাড়াও এই দিন লক্ষ্মী হিসেবে কল্পনা করে ছোট কোনও মেয়েকে তাঁর পছন্দের পাঁচরকম জিনিস উপহার দেওয়া শুভ। ৭. লক্ষ্মীপুজোর দিন গঙ্গাস্নানে পুণ্যলাভ হয়। এছাড়াও এদিন দান-ধ্যান করলে পুণ্যার্জন হয়। ৮. মা লক্ষ্মীর পুজোর সঙ্গে এদিন একসঙ্গে নারায়ণও পুজো করলে তা সংসারের পক্ষে শুভ। ৯. দেবীর চরণে এদিন সাদা রঙ ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল অর্পণ করুন। ১০. সবশেষে, এদিন নিরামিষ খাবার খান। আমিষ পদ একেবারেই এড়িয়ে চলুন।