শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নদীয়ার শান্তিপুরের মা দুর্গার ২১ ইঞ্চির মূর্তি রওনা দিল ঝাড়খণ্ডের পথে

০৪:১৪ পিএম, সেপ্টেম্বর ২২, ২০২১

নদীয়ার শান্তিপুরের মা দুর্গার ২১ ইঞ্চির মূর্তি রওনা দিল ঝাড়খণ্ডের পথে

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ২১ ইঞ্চি মাপের মা দুর্গার মাতৃ মূর্তি এবার রওনা দিল ঝাড়খণ্ডের পথে। এই মাতৃ মূর্তিটি নিজের ইচ্ছা শক্তি, কর্ম দক্ষতা, শিল্প নৈপুণ্য এবং অসাধারণ ভক্তিভাবের দ্বারা নির্মাণ করেছেন মাত্র বছর কুড়ির আর্ট কলেজের ছাত্র রোহণ সাধুখাঁ। ছোট থেকেই আঁকায় পারদর্শী রোহণ। শৈশব থেকেই তাঁর মৃৎশিল্পের প্রতি প্রবল আগ্রহ ছিল।

পেশায় পাট ব্যবসায়ী রোহণের বাবা ভজন সাধুখাঁর পুত্র বর্তমানে আর্ট কলেজের পড়ুয়া। উল্লেখ্য, কোনও কুম্ভকার বংশে জন্ম হয়নি রোহণের। তা সত্ত্বেও, রোহণের শিল্পকর্ম যেকোনো কুম্ভকারকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। খুবই সুন্দর তাঁর হাতের কাজ।

অন্যদিকে, রোহণের নিজে হাতে গড়া এই মাতৃ প্রতিমাকে নিখুঁত সাজে সাজিয়ে অপরূপ লাবণ্যে ভরিয়ে রূপবতী দশভূজা গড়ে তোলার নেপথ্যে যাদের ভূমিকা রয়েছে, তাঁরা হলেন, শান্তিপুর বৈষ্ণব পাড়ার ঠাকুর ঘর প্রতিষ্ঠানের অমল কুন্ডু এবং উক্ত প্রতিষ্ঠানেই কর্মরত শান্তিপুর ফটক পাড়া নিবাসী প্রীতম খাঁ। এই দুর্গা প্রতিমাই এবার রওনা দিল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। সেখানেই পূজিতা হবেন দেবী।