বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সাজিদ নাদিয়াদওয়ালা এবং নমাহ পিকচার্সের সত্যপ্রেম কি কথা দর্শকদের হৃদয়ে রাজত্ব করার কোনও সুযোগই যেন ছাড়তে রাজি নয়। একটি ট্রেলার কয়েকদিন আগেই সামনে আসে। তারপর সুন্দর গানগুলি যেন বারবার মানুষকে প্রেমে ফেলতে বাধ্য করছে। এমনিতেই মিউজিক্যাল বিশুদ্ধ প্রেমের গল্পের প্রেমে সকলেই পরে যান। এই ছবি ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। ‘সত্যপ্রেম কি কথা’র পাসুরি নু গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার।
সোমবার অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন কেন এই গানটি গাওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তিনি টুইট করে বলেছেন, ‘নির্মাতারা আমাকে সমাজের দুঃস্থ মানুষদের একটি স্কুলের জন্য বাৎসরিক তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সবচেয়ে বড় কথা আরও না হয় খানিক গালাগাল খেয়ে নেব।’
নেটিজেনরা অরিজিৎ সিং এই টুইটের জবাব দিয়েছেন। তাঁদের মধ্যে একজন যেমন লিখেছেন, ‘পয়সা তো আপনার কম নেই। কিছু কিছু ম্যাগাজিন তো বলে আপনি শীর্ষ ধনী সংগীত শিল্পীদের মধ্যে একজন।’ আরও একজন বলেন, ‘এতোটাও খারাপ কিছু হয়নি স্যার। খুব ভালো করেছেন যা করেছেন। করেছেন। এসব ২-৪দিন থাকবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। এভাবেই সবকিছু হয়। কিন্তু, যা করবেন অরিজিনাল। শুধু রিমেক এড়িয়ে চলুন।’
এখানেই শেষ নয়, আরও একজন লিখেছেন, ‘আপনাকে কে গালাগাল দেবে স্যার। আপনি কিংবদন্তি। আপনি এত লোককে সাহায্য করছেন ফান্ড দিয়ে। যারা খারাপ কথা বলছে তারাই একদিন হাঁফিয়ে উঠবে।’
কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানির রসায়ন ঘিরে এই ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পসুরি নু গানটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে যখন কিয়ারা বলেছিলেন, তুম ইতনে কিউট ক্যায়সে হো। কার্তিক এবং কিয়ারা নিঃসন্দেহে, পর্দার সবচেয়ে প্রশংসিত দম্পতি। শ্রোতারা সত্যপ্রেম কি কথাতে তাঁদের ফের একবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সত্য এবং কথার অন-স্ক্রিন রসায়ন নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে ছবিটিকে। বিশেষ করে যখন ছবির নায়িকা কথা ওরফে কিয়ারা বলে, ‘তুম ইতনে কিউট ক্যায়সে হো ইয়ার।’ এবং সত্য ওরফে ছবির নায়ক কার্তিক উত্তর দেয়, ‘যেয়সে তুম ইতনি সুন্দর হো’ সত্যিই তাঁদের সুন্দর রসায়ন ফুটে ওঠে পর্দায়। এবং এই ব্লকবাস্টার জোড়িকে একসঙ্গে দেখে সকলেই মুগ্ধ।
‘সত্যপ্রেম কি কথা’ এনজিই এবং নমাহ পিকচার্সের সহযোগিতায় তৈরি। ছবির পরিচালক সমীর বিদওয়ান। ‘সত্যপ্রেম কি কথা’ ২৯ জুন ২০২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :