মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

প্রশিক্ষণ শেষ! ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণের মেয়ে

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৪:২২ পিএম | আপডেট: জুন ২৮, ২০২৩, ১২:২২ পিএম

প্রশিক্ষণ শেষ! ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণের মেয়ে
প্রশিক্ষণ শেষ! ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণের মেয়ে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভোজপুরী অভিনেতা তথা সাংসদ রবি কিষাণের জন্য আনন্দ ও গর্বের বিষয়। রবি কিষাণের ২১ বছরের কন্যা ঈশিতা শুক্লা, যিনি কিনা একজন এনসিসি ক্যাডেট, তিনি এবার ভারতীয় সেনাবাহিনীর অংশ হতে চলেছেন। যোগ দিতে চলেছেন সেনাবাহিনীতে। ঈশিতা শুক্লা ভারত সরকারের উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেন।

অগ্নিপথ প্রকল্পে নিয়ম অনুসারে দেশের যুবকরা ১৭ থেকে ২১ বয়সের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। সেই প্রার্থীদের কেন্দ্রের পক্ষ থেকে ৪ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হলে, প্রার্থীরা অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন।

গত বছরই, অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষাণ টুইট করে জানিয়েছিলেন, তাঁর মেয়ে ঈশিতা শুক্লা অগ্নিপথ প্রকল্পের অংশ হয়েছেন। আর তাতে বাবা হিসাবে তিনি যে ভীষণ গর্বিত তাও জানিয়েছিলেন তিনি। এই বছরের শুরুতে রবি কন্যা ঈশিতা শুক্লা ২৬ জানুয়ারী (২০২৩) প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছিলেন রবি কিষাণ। সেখানে লিখেছিলেন, আমার সাহসী মেয়ে ঈশিতা শুক্লা গত ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করছে দেশের সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈশিতা দিল্লি অধিদপ্তরের ৭ গার্লস ব্যাটালিয়নের একজন ক্যাডেট, এই তীব্র ঠাণ্ডা ও কুয়াশার মধ্যেও প্রশিক্ষণ নিচ্ছেন এবং কর্তব্য পালন করছেন। বাবা হিসাবে আমি গর্বিত। ঈশিতা মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-সহ গোটা দেশের সামনে কুচকাওয়াজে অংশ নেবেন। ওকে সত্য়িই ধন্য়বাদ।’

প্রসঙ্গত ঈশিতা শুক্লা এবং তাঁর বাবা রবি কিষাণকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মীরাও। রবি কিষাণকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর অভিনয় দুনিয়ার সহকর্মীরাও। অনেকেই ঈশিতাকে সুন্দরভাবে বড় করে তোলার জন্য রবি কিষাণের ভূয়সী প্রশংসা করেছেন।