মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ঘটকের ভূমিকায় করছেন ‘মসিহা’ সোনু সুদ! ভুট্টা বিক্রেতার জন্য পাত্রী খুঁজছেন অভিনেতা

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: জুন ২১, ২০২৩, ০৪:৪৪ পিএম

ঘটকের ভূমিকায় করছেন ‘মসিহা’ সোনু সুদ! ভুট্টা বিক্রেতার জন্য পাত্রী খুঁজছেন অভিনেতা
ঘটকের ভূমিকায় করছেন ‘মসিহা’ সোনু সুদ! ভুট্টা বিক্রেতার জন্য পাত্রী খুঁজছেন অভিনেতা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এক ভুট্টা বিক্রেতার সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত বলি অভিনেতা সোনু সুদ। এই মুহূর্তে বলি অভিনেতার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তা মানুষের মন জয় করেছে। অভিনেতা সোনু সুদ ফের একবার তাঁর স্বভাব এবং আচরণের মধ্যে দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন।

ভুট্টা বিক্রেতার সঙ্গে আলাপচারিতায় মগ্ন অভিনেতা সোনু সুদ। বলি অভিনেতার এই কথোপকথনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। বলিউড অভিনেতা তথা অসহায়ের ত্রাতা সোনু সুদ তাঁর বিনয়ী স্বভাব ও উদারতার কারণে গত কয়েক বছর ধরে মানুষের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর আগে অনেক পোস্টে তার প্রমাণ মিলেছে। কয়েকদিন আগেই সোনু সুদ তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তিনি হিমাচল প্রদেশের এক ভুট্টা বিক্রেতার সঙ্গে কথা বলেছেন। এই ভিডিওতে তিনি এই বিক্রেতাকে তাঁর জীবন এবং কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন অভিনেতা। ভুট্টা বিক্রেতার দোকানটি মানালির কাছেই অবস্থিত। অভিনেতার উত্তরে তিনি জানান যে, তিনি আদতে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বাসিন্দা।

এই ভিডিওটিতে দেখা যাবে, প্রথমে সোনু সুদ বিক্রেতাকে ভুট্টার দাম জিজ্ঞাসা করেন, যার উত্তরে তিনি প্রতিটি ভুট্টার দাম ৫০ টাকা। অভিনেতা তাঁকে বলেছেন যে, তিনি এটি তাঁকে ৭৫ টাকায় বিক্রি করতে পারেন কারণ তিনি অনেক দূর থেকে এখানে বেড়াতে এসেছেন। এরপরেই সোনু তাঁকে তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে জানতে চান। এর উত্তরে বিক্রেতা জানান, তাঁর চার ভাই ও এক বোন রয়েছে। এরপরে সোনু জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি বিবাহিত কিনা, যখন অভিনেতা জানতে পারলেন যে তিনি বিবাহিত নন, পাশাপাশি তাঁর এও প্রশ্ন ছিল যে, তাহলে কবে পরিকল্পনা করছেন ওই বিক্রেতা! এমতাবস্থায়, বিক্রেতা উত্তরে জানান, এর জন্য বেশ কিছুদিন সময় তিনি চান।

এর পরেই সোনু ক্যামেরার দিকে ফিরে তাকান এবং বর খুঁজছেন এমন মানুষজনকে ওই ভুট্টা বিক্রতার কথা বিবেচনা করার আর্জিও জানান। তিনি আরও বলেন যে, তিনি প্রতিদিন ১০০ পিস ভুট্টা বিক্রি করেন। সোনু সুদ তাঁর কঠোর পরিশ্রমের জন্য এবং বাড়ি ছেড়ে কাজের জন্য বাইরে আসার জন্য তাঁর প্রশংসা করেন।এই ক্লিপটি এখন পর্যন্ত টুইটারে 590K বারের বেশি দেখা হয়েছে। এই ভিডিওটি অনলাইনে অনেক মানুষের মন জয় করেছে।