শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এবার ফেসবুকের রোষানলে রাহুল গান্ধী! পোস্ট মুছল ফেসবুক, একই পথ অনুসরণ ইনস্টাগ্রামেরও

০৬:৪৪ পিএম, আগস্ট ২০, ২০২১

এবার ফেসবুকের রোষানলে রাহুল গান্ধী! পোস্ট মুছল ফেসবুক, একই পথ অনুসরণ ইনস্টাগ্রামেরও

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ টুইটারের মতো একই পথে হাঁটল ফেসবুক! টুইটারের পর এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিতর্কিত পোস্ট মুছে দিল ফেসবুক। আবার দেরিতে হলেও, ফেসবুকের পথই অনুসরণ করল ইনস্টাগ্রামও। উল্লেখ্য, ধর্ষিতার পরিবারের ছবি পোস্ট করায়, রাহুল গান্ধীর অ্যাকাউন্ট লক করে দিয়েছিল টুইটার কিছুদিন আগেই।

কয়েকদিন আগেই রাজধানীর বুকে ন’বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। শুধু খুন করাই নয়, পরিবারকে না জানিয়ে, ওই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় শিহরিত হয়েছিল গোটা দেশ। ওই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী৷

এরপরই টুইটারে ধর্ষিতা নাবালিকার বাবা-মায়ের পরিচয় ও ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘এই বাবা-মায়ের চোখের জল শুধু একটা কথাই বলছে, ওঁদের মেয়ের জন্য সুবিচার চায়। আর এই সুবিচারের পথে আমি ওঁদের সঙ্গে আছি।’

এতেই হইচই পড়ে যায়। কারণ রাহুল যা করেছিলেন, তা আইনত করা যায় না। যা অনুচিত এবং আইনের চোখে অপরাধ। রাহুল গান্ধীর এই কাজের বিরুদ্ধে সরব হয় জাতীয় মানবাধিকার কমিশন। এর জেরে তীব্র কটাক্ষের মুখে পড়েন কংগ্রেস নেতা। টুইটার রাহুল গান্ধীর সেই বিতর্কিত পোস্ট মুছে দেয়। শুধু মুছে দেওয়াই নয়, তাঁর অ্যাকাউন্ট লক করেও দেয়। যদিও কিছুদিন আগেই ফের তাঁর অ্যাকাউন্ট আনলক করা হয়। দেরিতে হলেও, এবার সেই ঘটনার রেশ ধরেই বিতর্কিত ওই পোস্ট সরিয়ে দিল ফেসবুক ও ইনস্টাগ্রাম।