মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা?

০২:৩৯ পিএম, সেপ্টেম্বর ১, ২০২১

আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা?

কোকাকোলা বোতলের আকার নাকি পুরুষাঙ্গের মতো। তাই আপত্তি তুলে কোকা কোলা সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন নারী অধিকার নিয়ে আন্দোলনকারী দিল্লির এক কন্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এমনই একটি পোস্ট। যেখানে বলা হয়েছে, ঠান্ডা পানীয়ের বোতলটির আপত্তিকর আকৃতি নিয়ে প্রশ্ন তুলে কোক-এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই কন্যা। কারণ, এতে নাকি পুরুষতান্ত্রিক মানসিকতাই প্রকাশ পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ঘটনাটি কি আদৌ সত্যি? দিল্লির ওই কন্যা অবশ্য পুরো ঘটনাকেই অস্বীকার করেছেন। তাঁর দাবী, এমন কোনও মামলাই তিনি করেননি। সবটাই ভুয়ো।

[caption id="attachment_29463" align="alignnone" width="584"]আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা? আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা?[/caption]

সম্প্রতি যে পোস্টটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ওই নারী আন্দোলনকারী কন্যাটির ছবি। পাশে একটি কোকাকোলার বোতল। সেই সঙ্গে পোস্টটিতে লেখা, 'দিল্লির এই কন্যাটি কোকাকোলার বিরুদ্ধে এফআইআর করেছেন । কারণ, তাদের পানীয়ের বোতলের আকৃতি নাকি পুরুষাঙ্গের মতো। মেয়েটি জানিয়েছেন, ‘পুরুষাঙ্গের মতো দেখতে এই বোতলগুলি পিতৃতান্ত্রিক সমাজেরই প্রতীক। বিষয়টি আমার কাছে বিষয়টি বড়ই আপত্তিকর এবং বিরক্তিকর।' তিনি আরও জানান, অন্যান্য নরম পানীয় সংস্থাগুলিকে শিক্ষা দিতেই এই মামলা করেছেন।'

[caption id="attachment_29467" align="alignnone" width="514"]আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা? আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা?[/caption]

পরে জানা যায়, ওই কন্যার নাম প্রিয়াঙ্কা পাল। ইন্সটাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে নারীদের অধিকার নিয়ে প্রায়ই নানা কথা প্রকাশ করে থাকেন তিনি। কোকাকোলা নিয়ে তাঁকে ঘিরে বিতর্কের জন্ম নিলে, ইনস্টাগ্রামেই এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা। নরম পানীয় ঘিরে করা ভুয়ো পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, 'ভারতীয় মিমের এমন অবনমন দেখে আমি স্তম্ভিত। অন্তত ঘটনার সত্যতাটুকু বজায় রাখা হোক। বিষয়টি পুরোপুরি মিথ্যে। পোস্টটি মোটেও হাস্যকর নয়। এটিকে ব্যঙ্গ হিসেবে নিলেও তা খুবই খারাপ।'

[caption id="attachment_29468" align="alignnone" width="655"]আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা? আপত্তিকর বোতলের আকার! কোকাকোলার বিরুদ্ধে সত্যিই কি মামলা করেছেন দিল্লির এই কন্যা?[/caption]

পাশাপাশি প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, "আমি কোকাকোলার বিরুদ্ধে কোনও মামলা করিনি।এমনকি কীভাবে কোকাকোলার মতো একটি সংস্থার বিরুদ্ধে মামলা করা যায়, সে ব্যাপারেও আমার কোনও ধারণা নেই। আমার এত টাকাও নেই। এ ধরনের আইন সম্পর্কে আপনাদের কি কোনও ধারণা রয়েছে?' অতএব, বাস্তবিকই তাঁর পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, মামলার বিষয়টি আদতে মিথ্যে৷ ভুয়ো পোস্টটি ভাইরাল হয়ে উঠলে, বাস্তবে এর কোনও সত্যতাই নেই।

https://www.instagram.com/reel/CTJjL3pDf9f/?utm_medium=copy_link