শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চুলের সমস্যার সমাধানে মেথি, জেনে নিন কার্যকারিতা

১১:৫৩ পিএম, আগস্ট ২৭, ২০২১

চুলের সমস্যার সমাধানে মেথি, জেনে নিন কার্যকারিতা
চুলের যত্ন অনেকেই নিতে চান। কিন্তু সেক্ষেত্রে অনেকেই অলস, তেমন কিছুই করতে চান না, আবার ঘন-মজবুত- লম্বা-ঝলমলে-সুন্দর চুলও পেতে চান সকলেই। তাই সারাবছর মেথির ওপর ছেড়ে দিন চুলের পুরো দায়িত্ব। কারণ মেথি ব্যবহারে পাবেন এই সমস্ত উপকারিতা। এটি চুল পড়া বন্ধ হয়, চুলের গোঁড়া মজবুত রাখে। চুলের অকাল্পক্কতাও রোধ করতে পারে মেথি। নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন হয়। স্ক্যাল্পের শুষ্কতা দূর হয়, খুশকির যন্ত্রণা থেকেও মুক্তি মেলে মেথির ব্যাবহারে। আর ঝলমলে-সিল্কি চুল তো মাত্র কয়েক বার ব্যবহারেই পাওয়া যায়। চুল সুন্দর রাখতে মেথি যেভাবে ব্যবহার করতে হবে জেনে নিন সেই পদ্ধতি। ৩ চামচ নারকেল তেল ও ২চামচ মেথি জ্বালিয়ে ব্লেন্ড করে রাখুন। এই তেল মাথায় ম্যাসাজ করে ঘণ্টা দুই রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার রাতে আধা কাপ মেথি ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে নিন। এবার একটা ডিমের সাদা অংশ মিশিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে আধঘণ্টা রাখুন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। মেথি পেস্ট করতে ঝামেলা মনে হয়ে, বাজার থেকে মেথির গুঁড়া কিনে নিতে পারেন। মাত্র একমাস ধৈর্য ধরে মেথি দিয়ে চুলের একটু যত্ন নিন, আর অনেক বেশি সুন্দর দীর্ঘ-মসৃণ-ঘন চুল পান খুব সহজেই।