মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রাজধানীর সিবিআই সদর দপ্তরে অগ্নিকাণ্ড! হতাহতের খবর নেই

০১:৪৮ পিএম, জুলাই ৮, ২০২১

রাজধানীর সিবিআই সদর দপ্তরে অগ্নিকাণ্ড! হতাহতের খবর নেই

এবার দিল্লীর সিবিআই সদর দপ্তরে আগুন লাগার ঘটনা ঘটল। রাজধানীর লোধি রোডের সিবিআই সদর দপ্তরে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ সিবিআই অফিসের পার্কিং এরিয়া থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। পার্কিং এলাকায় কালো ধোঁয়া দেখতে পেয়েই দ্রুত ছুটে আসেন আধিকারিকরা। খবর যায় দমকলে। দমকল বিভাগ সূত্রের খবর, এদিন সকাল ১১টা ৩৫ নাগাদ সিবিআই দপ্তর থেকে জরুরি ফোন পান তাঁরা। সঙ্গে সঙ্গে সিবিআই দপ্তরে পাঠানো হয় দমকলের পাঁচটি ইঞ্জিন। যদিও আগুন তেমন ভয়াবহ নয় বলেই জানা গিয়েছে। ফলে দমকলের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশি বেগ পেতে হয়নি দমকল আধিকারিকদের। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্তও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা কাজ করছেন।

https://twitter.com/ANI/status/1413036530503884800

সিবিআই সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অফিসে আগুন লাগলে গুরুত্বপূর্ণ নথি বা তথ্য নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। যদিও, এক্ষেত্রে তেমন সম্ভাবনা খুব একটা নেই। কারণ, আগুনটি মূল অফিসে লাগেনি। আগুন লাগে মূল অফিসের বাইরে পার্কিং এরিয়ায়। ফলে সেখানে তেমন গুরুত্বপূর্ণ নথি থাকার কোনও সম্ভাবনা নেই।

তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানার চেষ্টা করছে দমকল বিভাগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিবিআই দপ্তরের পার্কিং এরিয়ার ইলেক্ট্রনিক হাউসে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড হয়েছে।