বুধবার, ০৮ মে, ২০২৪

পুনের বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন! উদ্ধার ১৮ মৃতদেহ, নিঁখোজ বহু

০৯:৩৩ পিএম, জুন ৭, ২০২১

পুনের বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন! উদ্ধার ১৮ মৃতদেহ, নিঁখোজ বহু

পুনের একটি বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুনের পিরঙ্গুত মুলশি তালুকের কাছে। জায়গাটি পুনে থেকে প্রায় ৪০ কিমি দূরত্বে৷ 'এসভিএস অ্যাকোয়া ফার্ম' নামক ওই কারখানায় সোমবার বিকেল নাগাদই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে। সূত্রের খবর, এখনও অবধি অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিঁখোজ আরও বহু জন।

'এসভিএস অ্যাকোয়া ফার্ম'-এর একাধিক বিল্ডিংয়ে আগুন লেগেছে। তারপরই তা দ্রুত ছড়িয়ে পড়েছে৷ ওই কারখানাটিতে মূলত জল পরিস্কার করার জন্য রাসায়নিক ক্লোরিন ডাই অক্সাইড তৈরি হত৷ তবে বর্তমানে সেখানে স্যানিটাইজার তৈরি করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, এদিন স্যানিটাইজার তৈরির সময়ই কারখানায় আগুন লাগে৷ তারই জেরে আগুন আরও ছড়িয়ে যায় বলে জানা গিয়েছে। আগুনের তীব্রতায় আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। এলাকাবাসীর মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

https://twitter.com/chaudharyparvez/status/1401893637068263427?s=20

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী। জানা গিয়েছে, দূর্ঘটনার সময় কারখানায় মোট ৩৭ জন কর্মী কাজ করছিলেন৷ তার মধ্যে মৃত প্রায় ১৮ জন। নিঁখোজ বহু। এর মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে৷ তবে পরিস্থিতি এখন কিছুটা আয়ত্তের মধ্যে। নিঁখোজদের তল্লাশি চলছে৷ ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ঘটনাটির বিষয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন তিনি।

https://twitter.com/narendramodi/status/1401915219715268611?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet