শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

উল্টোডাঙ্গা ইস্ট রোডে ভোর রাতে আগুন! হতাহতের খবর নেই

০৯:০০ এএম, জুলাই ৩০, ২০২১

উল্টোডাঙ্গা ইস্ট রোডে ভোর রাতে আগুন! হতাহতের খবর নেই

ফের অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা। শুক্রবার ভোর সাড়ে চারটের সময় আগুন লাগে উল্টোডাঙ্গা ক্যানাল ইস্ট রোডের ডাল পট্টিতে। স্থানীয়রা দ্রুত খবর দেয় দমকলে। এরপর দমকলের সাতটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২/৪ উল্টোডাঙ্গা ক্যানাল ইস্ট রোডে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি ডালের গোডাউনে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন। এরপরে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। তবে আগুন আরো ভয়াবহ হয়ে ওঠায় পরে আরও চারটি ইঞ্জিন আনা হয়। গোটা ঘটনায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

দমকল সূত্রের খবর, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সে কারণে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের আগুন নিভাতে। তবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন কুলিং প্রসেস চলছে। গোডাউনের ভেতর কোন মানুষ না থাকায় সেরকম হতাহতের কোনো খবর নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে বহু জিনিসের। ঠিক কিসের থেকে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও নিশ্চিত নন দমকল কর্মীরা। তবে তাদের প্রাথমিক অনুমান রাতভর বৃষ্টির কারণে শর্ট সার্কিটে আগুন লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। গোটা ঘটনায় পুলিশ এবং দমকল তদন্ত চালাচ্ছে।