শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভোটের আগেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

০১:৪৬ পিএম, মার্চ ১৩, ২০২১

ভোটের আগেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ  বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণ। নির্বাচনী আচরণবিধিও লাগু। এর মধ্যেই মুর্শিদাবাদে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে এই বিস্ফোরক আনা হয়েছে, তার তদন্তও জারি রয়েছে।

সুত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার একটি সেতুতে নাকা চেকিং চালানোর সময় উদ্ধার হয় অস্ত্রগুলি। সঙ্গে থাকা এক ব্যক্তিকে গ্রেফতারও করে স্পেশাল টাস্ক ফোর্স ও সামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত সন্দেহভাজনের নাম টেম্পু মণ্ডল (৩৮)। বাড়ি বিহারের মুঙ্গের জেলার বড়িয়াপুর গ্রামে।

তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১৫০টি কার্তুজ, ৫ কেজি করে ২টি প্যাকেটে মোট ১০ কেজি বিস্ফোরক, ৫ কেজি করে দু'প্যাকেট সাদা পাউডার উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, এই বিপুল অস্ত্রভাণ্ডার নিয়ে বিহার থেকে মুর্শিদাবাদে এসেছিলেন টেম্পু মণ্ডল। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে শনিবার আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।