শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বৈদ্যুতিন গাড়ি ভবিষ্যত, মুখ্যমন্ত্রীকে ইলেকট্রিক স্কুটার চালিয়ে নবান্নে নিয়ে গেছিলাম: ফিরহাদ

১০:৩৯ পিএম, অক্টোবর ১, ২০২১

বৈদ্যুতিন গাড়ি ভবিষ্যত, মুখ্যমন্ত্রীকে ইলেকট্রিক স্কুটার চালিয়ে নবান্নে নিয়ে গেছিলাম: ফিরহাদ
ইলেকট্রিক গাড়ি আমাদের কাছে ভবিষ্যত। তেলের গাড়ি গুলোকে কমানো এবং ইলেকট্রিক গাড়ি বাড়ানোর দিকে একটা উদ্যেগ আমাদের সরকার নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইকোপার্কে ইলেকট্রিক ভেইকেল কার্নিভালের উদ্বোধনে এসে এমনটাই জানান রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এনকেডিএ এর উদ্যেগে নিউটাউন ইকোপার্কে অনুষ্ঠিত হলো ইলেকট্রিক ভেইকেল কার্নিভাল। রবিবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এখানে ইলেকট্রিক চালিত গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে। বিকেল ৪ টে থেকে ৭:৩০ টা পর্যন্ত এই  কার্নিভাল চলবে। এই অনুষ্ঠানে এসেই ফিরহাদ হাকিম জানান, "মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি ইলেকট্রিক স্কুটার চালিয়ে আমি নবান্নে নিয়ে গেছিলাম ।মুখ্যমন্ত্রী নিজে পলিউশন ব্যাপারে অত্যন্ত চিন্তিত।তেলের গাড়ি গুলোকে কমানো এবং ইলেকট্রিক গাড়ি বাড়ানোর দিকে একটা উদ্যেগ আমাদের সরকার নিয়েছে।তারই অংশ হিসাবে আজকে এখানে এই কার্নিভাল।" একইসঙ্গে এই বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে তাঁর অনুরোধ, যাতে একটু দাম কমানো হয়। তাহলে সাধারণ মানুষ কিনতে পারে এরকম গাড়ি কিনতে পারবে। একইসঙ্গে তিনি জানান, সারা কলকাতা জুড়ে আরো বেশি করে চার্জিং পয়েন্ট করা হবে। সিইএসসিকেও এদিন তাঁদের বিলকমানোর জন্য অনুরোধ করেন তিনি। ২০৩০ এর মধ্যে কলকাতায় ২০০০ ইলেকট্রিক বাস চলবে বলেও দাবি করেন তিনি। ফিরহাদ বলেন, "শহরাঞ্চলে আর কোনো তেলের বাস চলবে না। অলরেডি ৮০ টি বাস চালু হয়ে গেছে, পুজোর মধ্যে আরো ৩০ টি ইলেকট্রিক বাস চালু হয়ে যাবে। আর ও এক হাজার বাস মার্চ কিংবা এপ্রিলের শুরুতে ইলেকট্রিক বাস কলকাতায় চালু করবো পর্যায়ক্রমে"।