
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ টানা কয়েকদিন বৃষ্টির ফলে ক্রমাগত বেড়ে চলেছে জলস্তর। বৃষ্টির সাথে সাথে তুষারপাতের দেখা মিলেছে উত্তরাখণ্ডে। আর তারফলেই উত্তরাখণ্ডে তুষারধসের সৃষ্টি হয়। এরফলে ফাটল ধরেছে ধৌলিগঙ্গার দুটি নির্মীয়মাণ বাঁধে, ভেঙে পড়েছে নন্দাদেবীর হিমবাহ। এছাড়া ভেসে গেছে আরও দুটি সেতু সহ প্লাবিত হয়েছে জোশীমঠ। চামোলি হিমবাহে ফাটলই এই ধসের সুত্রপাত। এরফলে জোশীমঠের পাশাপাশি গ্রামগুলিতেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
उत्तराखंड हम आपके साथ हैं।
— sonu sood (@SonuSood) February 7, 2021
উত্তরাখণ্ডের এই ভয়াবহ তাণ্ডব নিয়ে প্রার্থনা করে টুইট করেন প্রধানমন্ত্রী। প্রকৃতির এই ভয়াবহ তাণ্ডবলীলা দেখে আতঙ্কিত সেলেব মহলও। একের পর এক টুইট সেলেব মহল থেকে। সকলেই উত্তরাখণ্ডের মানুষের জন্য প্রার্থনা প্রকাশ করে টুইট করেন। অভিনেত্রী দিয়া মির্জা লেখেন ” গাছ কাটা, পাহাড় কাটা এইসবের সঙ্গে উত্তরাখণ্ডের ধসের কি সম্পর্ক? নিষ্পাপ লোকেরা এই ঘটনায় আহত এবং ক্ষতিগ্রস্ত হলেন।” সোনু সুদ লেখেন ” উত্তরাখণ্ড আমরা তোমার সাথে আছি।”
Distressing to hear about the glacier breaking off in #Uttarakhand Praying everyone’s safety there 🙏
— Shraddha (@ShraddhaKapoor) February 7, 2021
অজয় দেবগন লেখেন ” এটা আমাদের কাছে খুবই আতঙ্কের জলবায়ু পরিবর্তন হতে চলেছে। এই ভয়ঙ্কর মুহূর্ত এ উত্তরাখণ্ডের মানুষের জন্য জন্য প্রার্থনা করছি। সকলকে আমরা উদ্ধার করবো।” এদিকে শ্রদ্ধা লেখেন ” উত্তরাখণ্ডের ভয়াবহ ধস নিয়ে চিন্তায় আছি। সকলের সুরক্ষা প্রার্থনা করছি।”
Is it our worst fears on climate extremes that are closing in on us? My thoughts & prayers are with the people of #Uttarakhand at this crucial hour. Hope we rescue as many as possible 🙏🙏
— Ajay Devgn (@ajaydevgn) February 7, 2021