শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

হাতে প্রতিপক্ষের কামড়ের পরও যন্ত্রণা সামলে লড়াই ও জয়! রবি দাহিয়াকে কুর্নিশ শেহবাগের

১১:৩৬ এএম, আগস্ট ৫, ২০২১

হাতে প্রতিপক্ষের কামড়ের পরও যন্ত্রণা সামলে লড়াই ও জয়! রবি দাহিয়াকে কুর্নিশ শেহবাগের

বউধনার কুস্তিতে ৫৭ কেজি বিভাগে অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক জয় নিশ্চিত করেছেন ভারতের রবি কুমার দাহিয়া। সেমিফাইনালে কাজখিস্তানের প্রতিদ্বন্দ্বী নুরিস্লাম সানায়েবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। ফাইনালে ওঠা মাত্রই রুপো জয় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে রবির লক্ষ্য সোনা। নজর ফাইনালে। স্বর্ণ পদক জিতেই দেশে ফিরতে চান রবি।

এদিকে সেমিফাইনালের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে একটি ছবি৷ সেখানে দেখা যাচ্ছে, জেতার মরিয়া চেষ্টায় কাজাখিস্তানের প্রতিপক্ষ দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে। দীর্ঘক্ষণ ধরে রবি কুমারের হাত কামড়ে ধরে রাখেন প্রতিপক্ষ নুরিস্লাম। তবুও দমে যাননি রবি৷ একচুলও লড়াই ছাড়েননি। ওই অবস্থাতেই প্রতিপক্ষকে ধরাশয়ী করে কাঙ্ক্ষিত জয় হাসিল করে নেন রবি। সোনার স্বপ্ন পূরণ করতে পৌঁছে যান অলিম্পিক্স ফাইনালে।

যদিও এই ঘটনার পর কাজাখিস্তানের ওই প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর মধ্যে অন্যতম হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র শেহবাগ। রবির প্রতিপক্ষ নুরিস্লামকে তীব্র ধিক্কার জানিয়ে শেহবাগ ইনস্টাগ্রামে লেখেন, 'এটা একেবারেই অনুচিত। কিন্তু তাতেও রবি কুমারকে কোনওভাবেই দমিয়ে রাখা যায়নি।' একইসঙ্গে কাজাখিস্তানের কুস্তিগীরের এহেন কাজকে নিন্দাজনক বলার পাশাপাশি রবিকে প্রশংসায় ভরিয়ে দেন দেশের এই প্রাক্তন ক্রিকেটার। রবির লড়াইকে কুর্নিশও জানিয়েছেন শেহবাগ।

https://www.instagram.com/p/CSKQ3-AJ5Uz/?utm_medium=copy_link