শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চলতি মাস থেকেই প্রচারে দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে

১০:৩৬ পিএম, মার্চ ৭, ২০২১

চলতি মাস থেকেই প্রচারে দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে

বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেট তারকা গৌতম গম্ভীরকে দলের হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে দেখা যেতে পারে৷ দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন টপ অর্ডার ব্যাটসম্যান ও কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী অধিনায়কের কাছে কলকাতা ঘরের মতোই৷ রবিবার এমনটাই জানিয়েছেন গম্ভীর৷

জানা যাচ্ছে আগামী ২২ মার্চ থেকেই এই রাজ্যে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে দেখা যেতে পারে গম্ভীরকে৷ এই প্রথম দিল্লির বাইরে পুরোদমে প্রচারে নামছেন তিনি৷ এদিন মোদীর ব্রিগেডের ছবিও গম্ভীর ট্যুইট করেছেন৷ জনসমাগম দেখে তিনি বিস্মিতও হয়েছেন৷

কলকাতা যে, গম্ভীরের কতটা আপন, তা এদিন বোঝা গিয়েছে তাঁর কথোপকথনেই৷ তিনি বলছেন, "কোনও সময়ের জন্যই মনে হয়নি যে আমি বাংলায় বহিরাগত! এও অনুভব করিনি যে, কলকাতা বা বাংলার কোথাও আমার জন্ম এবং বেড়ে ওঠা নয়!এমনকী মনে হয়নি যে, প্রেসিডেন্সি কলেজ বা যাদপবুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করিনি, কিংবা পার্ক স্ট্রিটে এগ রোল খাইনি৷ মনে হয়েছে এখানেই বেড়ে উঠেছি৷ যতবারই এই রাজ্যে এসেছি আমার মনে হয়েছে এক বিরাট সুখী পরিবারের সদস্য আমি৷ মানুষের ভালবাসা ও আশীর্বাদ পেয়েছি সবসময়৷"

বাংলার রাজনীতি নিয়েও মন্তব্য করতে ছাড়েননি গম্ভীর৷ বাম ও তূণমূলকে কটাক্ষ করে গম্ভীর বলেন, "বাম এবং তৃণমূল কংগ্রেস দশকের পর দশক ধরে বাংলায় ভয় দেখানো ও হুমকি দেওয়াটাকেই স্বাভাবিক করে ফেলেছে৷ এটাই কি বাংলার রাজনৈতিক সংস্কৃতি?"

গম্ভীর শাসক দলকে এক হাত নিয়ে আরও বলেন যে, তৃণমূল বিরোধীদের মুখ বন্ধ করার জন্য যে কোনও পর্যায় যেতে পারে৷ তিনি ভোটারদের এই বিষয়টা মাথায় রাখার পরামর্শও দেন৷ গম্ভীরের মতে এটা বাংলা হতে পারে না! তিনি রাজ্যের মানুষকে "সিন্ডিকেট রাজ" ও "সোনার বাংলা"-র মধ্যে বেছে নিতে বলেন৷