শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পুরনো ৫ টাকার নোট রয়েছে? বাড়িতে বসেই পাবেন হাজার হাজার টাকা রোজগারের সুযোগ! কীভাবে? জানুন বিস্তারিত

০২:৩৪ পিএম, জুন ৭, ২০২১

পুরনো ৫ টাকার নোট রয়েছে? বাড়িতে বসেই পাবেন হাজার হাজার টাকা রোজগারের সুযোগ! কীভাবে? জানুন বিস্তারিত

আপনার কাছে ৫ টাকার পুরনো নোট রয়েছে? তাহলেই কেল্লাফতে! বাড়ি বসেই রোজগারের সুবর্ণ সুযোগ এবার আপনার হাতের মুঠোয়। ৫ টাকার ওই নোটের সাহায্যেই হাজার হাজার টাকা রোজগার করতে পারবেন আপনি। ওই নোট বিক্রি করেই বিপুল অর্থের অধিকারী হয়ে যাবেন।

একটি ৫ টাকার নোটের মাধ্যমে কতটা রোজগার করা সম্ভব তা antiques ও collectables দেখে বোঝা যাবে৷ ওই নোটে থাকতে হবে কিছু বৈশিষ্ট্য। তাহলেই ওই ৫ টাকা বিক্রি করে ৩০ হাজার টাকার মালিকও হতে পারেন আপনি। বাড়ির বাইরে পা না রেখেই অনলাইনে coinbazzar.com-এ বিক্রি করতে পারেন পুরনো ৫ টাকার এই নোট। তাহলেই হাজার হাজার টাকা হাতে পেয়ে যাবেন।

[caption id="attachment_17579" align="alignnone" width="1350"]পুরনো ৫ টাকার নোট রয়েছে? বাড়িতে বসেই পাবেন হাজার হাজার টাকা রোজগারের সুযোগ! কীভাবে? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি পুরনো ৫ টাকার নোট রয়েছে? বাড়িতে বসেই পাবেন হাজার হাজার টাকা রোজগারের সুযোগ! কীভাবে? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি [/caption]

ঠিক কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? ১. পুরনো ৫ টাকার নোটে ৭৮৬ লেখা থাকলে সেটি অত্যন্ত বিরল। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এরকম নোটকে অত্যন্ত বিরল বলা হয়েছে। এই নোট বিক্রি করলেই হাজার হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে। ২. ৫ টাকার সেই নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলেও সেই নোট বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যাবে। ওই নোটের বদলে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব বলে জানা গিয়েছে।

[caption id="attachment_17580" align="alignnone" width="1000"]পুরনো ৫ টাকার নোট রয়েছে? বাড়িতে বসেই পাবেন হাজার হাজার টাকা রোজগারের সুযোগ! কীভাবে? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি পুরনো ৫ টাকার নোট রয়েছে? বাড়িতে বসেই পাবেন হাজার হাজার টাকা রোজগারের সুযোগ! কীভাবে? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি [/caption]

কীভাবে বিক্রি করবেন? ৫ টাকার পুরনো নোট বিক্রি করতে চাইলে প্রথমে অনলাইন ওয়েবসাইটে বিক্রেতা হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে৷ এরপর ওই নোটের ছবি অনলাইনে আপলোড করতে হবে৷ তা দেখেই আগ্রহী ক্রেতারা যোগাযোগ করবেন আপনার সঙ্গে। এরপর তা বিক্রি করতে পারবেন।