মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

ধনতেরাসের দিনে সোনা রূপা কেনা শুভ! জানেন এর পিছনের আসল কারণ

১১:৫০ পিএম, অক্টোবর ২৭, ২০২১

ধনতেরাসের দিনে সোনা রূপা কেনা শুভ! জানেন এর পিছনের আসল কারণ
হিন্দু ধর্মমতে আলোর উৎসব দীপবলির শুরুই হয় ধনতেরাস পর্ব থেকে বা কালি পুজোর সময়কাল থেকে। কার্তিক মাসের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। এই দিনে সোনা-রূপো কেনা শুভ বলে মনে করা হয়। যদিও আর্থিক শ্রীবৃদ্ধির জন্য যেকোনও ধাতব জিনিস কেনাই রীতি, সেটাই চলে আসছে এতদিন ধরে । ধনতেরাস উপলক্ষ্যে লক্ষ্মীদেবীর পাশাপাশি দেবী ধন্বন্তরির আরাধনাও করা হয়। কিন্তু কেন ধনতেরাস পালন করা হয় তা অনেকেরই অজানা। আসুন আমরা জেনে নিই। কথিত আছে, কার্তিক ত্রয়োদশীর দিন সমুদ্র মন্থনে জন্ম নিয়েছিলেন দেবী ধন্বন্তরি। আর ঠিক তার দুদিন পরেই ক্ষীরসাগরে মন্থন করার ফলে উঠে আসেন মহালক্ষ্মী। এই কারণেই দীপাবলির দুদিন আগে ধনতেরাস পালন করা হয়ে থাকে। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সেজে ওঠে স্বর্গ। বিশ্বাস করা হয়, ধনতেরাসের দিন কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। আর সেই বিশ্বাস থেকেই সকল মানুষজন ধনতেরাসে সোনা-রূপো বা যেকোনও ধাতব বাসনপত্র কিনে থাকেন। যদিও ধনতেরাসের নিয়ে নানান পৌরাণিক মত রয়েছে, যা আমরা লোকমুখে অনেকেই মনে করেন, ধন্বন্তরি আসলে বিষ্ণুরই আরেক রূপ। তিনি হলেন দেবতাদের চিকিৎসক। মর্ত্যে রোগের বিনাশ ঘটিয়ে বিজ্ঞান ও ঔষধির বিস্তারেই দেবী ধন্বন্তরির রূপ নেন বিষ্ণু। সব মিলিয়ে এবছর ২রা নভেম্বর ধনতেরাসের শুভক্ষণ থাকবে।