শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে! বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

০১:৩৬ পিএম, জুন ২৭, ২০২১

সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে! বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

বংনিউজ২৪x৭ ডেস্কঃ গত সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টিমুখর ছিল রাজ্য। বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আবারও। টানা বৃষ্টি কমলেও আপাতত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই মেঘলা রোদের দেখা মিলছে রাজ্যে। বেশকিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ থেকেই উত্তরবঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার সহ দার্জিলিং এ।

অন্যদিকে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ কোচবিহারে। প্রবল বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর। এমনকি প্লাবিত হতে পারে নিচু এলাকা। এছাড়া আগামী কিছুদিন উত্তর-পূর্ব ভারতের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। এছাড়া বাতাসে জলীয়বাষ্প এর পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বঙ্গে। অন্যদিকে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার থেকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা সহ দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।