শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কিভাবে কম রাখবেন বিদ্যুতের বিল! জেনে নিন এই টিপসগুলো

১১:৩৩ পিএম, মার্চ ১৫, ২০২১

কিভাবে কম রাখবেন বিদ্যুতের বিল! জেনে নিন এই টিপসগুলো
অনেকসময় ত্রুটিপূর্ণ সংযোগের কারণে বিদ্যুৎ খরচ বেশি হয়ে যায়। এজন্য একটি নির্দিষ্ট সময় অন্তর পেশাদার কোনো ইঞ্জিনিয়ার ডেকে সমস্ত সংযোগ চেক করিয়ে নিন। যখন কোনো মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন না তখন তার প্লাগ খুলে রাখুন। কারণ, প্লাগ না খুলে সুইচ বন্ধ রাখলেও অনেক সময় বিদ্যুৎ কিছুটা হলেও খরচ হয়। আপনি যখন ঘরে থাকবেন না সেই সময়ে অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না। সুইচ অফ করে রাখুন। আর গরমকালে এসি চালালে তরতর করে বাড়ে বিদ্যুৎ বিল। এজন্য খুব প্রয়োজনে না হলে এসি চালাবেন না, পাখা চালান। কম্পিউটার যখন ব্যবহার করবেন না তখন বন্ধ রাখুন অথবা স্লিপ মুডে রাখুন। এতে বিদ্যুৎ অনেকটাই কম খরচ হবে। অনেকেই বাড়িতে ডিশ ওয়াশার ব্যবহার করেন। বাসনপত্র হিট ড্রাই না করে বাইরে বাতাসে শুকিয়ে নিন। রান্না করতে করতে বারবার ওভেনের দরজা খুলবেন না। বাইরে থেকেই দেখে বোঝার চেষ্টা করুন। দরজা খুললে তাপমাত্রা কমে যায়। আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওভেনের অনেক বেশি বিদ্যুৎ ব্যয় হয়। এসির খরচ বাঁচাতে ঘর ঠাণ্ডা রাখার অন্য ব্যাবস্থা করুন। উইন্ডো ব্লাইন্ড ব্যবহার করুন প্রয়োজনে জানালায়। রান্না করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে খাবার বের করে জলে রেখে বরফ ছাড়িয়ে নিন। বারবার মাইক্রোওয়েভ চালিয়ে ডিফ্রস্ট করলে বিদ্যুৎ অনেকটাই বেশি খরচ হয় যদি আপনার অল্প-স্বল্প কিছু রান্না করার থাকে তাহলে মাইক্রোওয়েভ ওভেনের বদলে স্লো কুকার বা টোস্টার ব্যবহার করুন। এতে বিদ্যুৎ কিছুটা কম খরচ হবে।