শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কিভাবে বুঝবেন দুধে জল মেশানো আছে কিনা! জেনে নিন

১১:৪২ পিএম, এপ্রিল ১৯, ২০২১

কিভাবে বুঝবেন দুধে জল মেশানো আছে কিনা! জেনে নিন
দুধে জল মেশানো আছে তা কিভাবে বুঝবেন জেনে নিন। এইটা পরিমাপ করার জন্য একটি যন্ত্র আছে যাকে ল্যাক্টোমিটার বলে। আপনি এই যন্ত্রটি নিকটস্থ বাজারে গেলে পেয়ে যাবেন। ল্যাক্টোমিটার জল এবং দুধের সঠিক ঘনত্ব পরিমাপ করে। ল্যাক্টোমিটার খুবই উপকারী একটি যন্ত্র। এই পরিমাপক যন্ত্রের মধ্যে লাল রেখা দেখা যায় যেখানে পরিমাপের জন্য কিছু নির্দিষ্ট নাম্বার দেয়া থাকে। যখন এই লাল রেখা ৩০ নম্বরে থাকে তার মানে হচ্ছে দুধে অন্যান্য পদার্থের মিশ্রণ খুব কম আছে। যদি এই দাগ ৩০ এর উপর যায় তাহলে পরিমাপক যন্ত্র অনুযায়ী ১/৪ জল , আরো উপরে গেলে অর্ধেক জল অর্ধেক দুধ। লাল রেখাটি এর থেকেও উপরে যদি উঠতে থাকে তাতে বুঝা যাবে অল্প দুধ আছে আর বাকি পদার্থ পুরোটাই জল। ধরুন আপনি একটি দুধের পাত্রে ল্যাক্টোমিটার যন্ত্রটি প্রবেশ করালেন যদি লাল রেখাটি ৩০ এর ঘরে থাকে তাহলে দুধে পানির পরিমাণ খুব সীমিত অথবা নেই। এ থেকেই বোঝা যায় দুধটি খুব শুদ্ধ এবং শরীরের জন্য ক্ষতিকর নয়। সব মিলিয়ে বলা যায় যে নিয়মিত দুগ্ধজাত খাবার গ্রহণ করলেই দুধের উপকারিতা পাওয়া সম্ভব না। দুধের সঠিক উপকারিতা পেতে প্রয়োজন খাঁটি দুধ।