শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ট্রেনে সফর করতে হলে এর থেকে বেশি পরিমাণ লাগেজ বহন করলেই হবে জরিমানা, জেনে নিন

০৯:১৯ পিএম, অক্টোবর ২৮, ২০২১

ট্রেনে সফর করতে হলে এর থেকে বেশি পরিমাণ লাগেজ বহন করলেই হবে জরিমানা, জেনে নিন
মধ্যবিত্ত পরিবার গুলির দূরে কোথাও ঘুরতে গেলে যাতায়াতের ক্ষেত্রে বেছে নেন রেল পরিষেবা। তাছাড়াও বিমানেও অনেকেই যেতে পছন্দ করেন। তবে দূরে কোথাও ঘুরতে গেলে সকলের লাগেজ নিয়ে যেতে হয়। জামাকাপড়, টুক টাক দরকারি জিনিস এই সবকিছু নিয়ে অনেক সময় ভারী ব্যাগ এবং অনেক সময় গোটা পরিবার এর সঙ্গে গেলে লাগেজের পরিমাণ অনেক বেড়ে যায়। তবে এই লাগেজের ক্ষেত্রে রয়েছে একটি নিয়ম। এই নিয়ম না মানলে হতে পারে জরিমানা। তাই আজই জেনে নিন ট্রেনে সফর করতে গেলে ঠিক কতটা লাগেজ বিনামূল্যে ধার্য্য করা হয়। এসি ফার্স্ট ক্লাস টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৭০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১৫ কেজি, সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ১৫০ কেজি লাগেজ বহন করা যেতে পারে। আবার এসি ২ টিয়ার স্লিপার/ফার্স্ট ক্লাস : এই টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৫০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১০ কেজি, সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ১০০ কেজি লাগেজ বহন করা যাবে। এসি ৩ টিয়ার স্লিপার/এসি চেয়ার কার টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৪০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১০ কেজি এবং সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ৪০ কেজি লাগেজ বহন করা যাবে। স্লিপার ক্লাস ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসে ৩৫ কেজি ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে নিয়ে যাওয়া যাবে।